পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bagdogra to Bangkok Flight: পর্যটন প্রসারে উত্তরের বাগডোগরা ব্যাংকক বিমান পরিষেবা চালুর উদ্যোগ - বাগডোগরা বিমানবন্দর

থাইল্যান্ডের ব্যাংককে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বাস ৷ এদিকে রাজ্যের উত্তরের কয়েকটি জেলাতেও এই সম্প্রদায়ের মানুষ আছে ৷ প্রতি বছর বহু মানুষ ব্যাংকক যায় ৷ তাদের কথা মাথায় রেখে বাগডোগরা থেকে ব্যাংকক পর্যন্ত বিমান চলাচল শুরু হবে ৷

ETV Bharat
বাগডোগরা বিমানবন্দর

By

Published : Jun 6, 2023, 2:06 PM IST

দার্জিলিং, 6 জুন: সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে ৷ বাগডোগরা বিমানবন্দর থেকে থাইল্যান্ডের ব্যাংকক পর্যন্ত বিমান ওঠানামা করবে ৷ আর এই প্রস্তাবে সবুজ সংকেত দিলেন থাইল্যান্ডের প্রতিনিধি দল ৷ সোমবার শিলিগুড়িতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ট্রাইরং সুওয়ানরিকি-সহ প্রতিনিধি দলের সঙ্গে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির বৈঠক হয় ৷ জানা গিয়েছে, মঙ্গলবারও এ নিয়ে আলোচনা হয়েছে দু'পক্ষের মধ্যে ৷ এই বৈঠকেই পর্যটন প্রসারের প্রস্তাব দেওয়া হয়েছে ৷

এ প্রসঙ্গে সিআইআই-এর পর্যটন প্রতিনিধি সম্রাট সান্যাল বলেন, "থাইল্যান্ড বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ ৷ দার্জিলিং, সিকিম-সহ উত্তরে বহু মানুষ বৌদ্ধ সম্প্রদায়ের ৷ সরাসরি বিমান চালু হলে পর্যটন বাড়বে ৷" তাঁর আশা, আগামী দু'বছরের মধ্যে বাগডোগরা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে ৷ এই জন্য বাগডোগরা থেকে সরাসরি বিমান চালু করার কথা বলা হয় ৷ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ট্রাইরং সুওয়ানরিকি জানিয়েছে, দার্জিলিং-সহ উত্তরবঙ্গ ও সিকিম পর্যটনের জায়গা হিসেবে দারুণ ৷ শুরুতে বড় বিমান না হলেও ছোট বিমানও চলতে পারে ৷ এনিয়ে দেশে ফিরে আলোচনা হবে ৷ এতে পর্যটকদের দু'দেশের মধ্যে বেড়ানো সহজ হবে ৷

জানা গিয়েছে, প্রতি বছর ভারত থেকে অন্তত এক কোটি পর্যটক থাইল্যান্ডে বেড়াতে যান ৷ তার মধ্যে প্রায় 30 হাজার পর্যটক শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম-সহ উত্তরের এলাকার ৷ এইসব জায়গা থেকে পর্যটকরা কলকাতা, দিল্লি এবং কিছু ক্ষেত্রে ভুটানের ড্রুক এয়ারওয়েজের মাধ্যমে ব্যাংকক যায় ৷ ভুটানের ওই বিমান সংস্থা বাগডোগরা বিমানবন্দর থেকে সপ্তাহে দু'দিন করে মোট চারদিন ব্যাংকক যাতায়াত করে ৷ এবার সরাসরি বিমান চলাচল করলে পর্যটকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছে সিআইআই ৷ এতে লাভবান হবে দুই দেশ ৷

আরও পড়ুন: 'অণ্ডাল টু জয়পুর', ইস্পাতনগরী থেকে গোলাপি শহর এবার মাত্র 4 ঘণ্টায় !

শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার একটি আভিজাত হোটেলে ওই বৈঠকের আয়োজন হয় ৷ বৈঠকে থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রাইরং সুওয়ানরিকি ও প্রাক্তন বাণিজ্যমন্ত্রী থারাডল থুংরুয়াং ৷ এদিন পর্যটন ছাড়া দু'দেশের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা হয় ৷ সিআইআই-এর চেয়ারম্যান প্রদীপ আগওয়াল, ভাইস চেয়ারম্যান জিএস হোড়া, সভাপতি নরেন্দ্র চন্দ্র গর্গ-সহ অন্যরা উপস্থিত ছিলেন ৷

বাগডোগরার মাধ্যমে থাইল্যান্ড ও ভুটান ইতিমধ্যে আকাশপথে জুড়ছে ৷ তাই আন্তর্জাতিক এই পথে সরাসরি বিমান চালানোর প্রস্তাব দেওয়া হয়। এতে শুধু থাইল্যান্ড থেকেই নয়, সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পর্যটকেরা উত্তরবঙ্গের দার্জিলিং সিকিম আসতে পারবেন ৷ থাইল্যান্ডের ওই প্রতিনিধি দলও জানিয়েছে দার্জিলিং জনপ্রিয় ছিল ৷ তবে এখন তার প্রচার কমেছে ৷ তাই সিআইআই-এর একটি পর্যটন প্রতিনিধি থাইল্যান্ডে যাওয়ার ভাবনাচিন্তা করছে ৷ তারা সেখানে গিয়ে উত্তরবঙ্গের পাহাড়, জঙ্গল-সহ পর্যটনের উপর সেমিনার করবে ৷

আরও পড়ুন: মাত্র 999 টাকায় বিমানে কলকাতা টু কোচবিহার

ABOUT THE AUTHOR

...view details