পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিষেবা দিতে প্রস্তুত বাগডোগরা বিমানবন্দর, কমছে বিমান সংখ্যা - Number of flights has been decreased in Bagdogra

যাত্রীদের সুরক্ষার্থে আপাতত দিনে 12 টি করে বিমান চলবে বাগডোগরা থেকে । এছাড়াও সূচি অনুযায়ী একটি বিমান সপ্তাহে দু'দিন, একটি বিমান সপ্তাহে ছ'দিন এবং অন্য আরও একটি বিমান সপ্তাহে দু'দিন- এভাবে চলাচল করবে ।

ছবি
ছবি

By

Published : May 23, 2020, 12:41 PM IST

শিলিগুড়ি, 23 মে : চতুর্থ দফায় লকডাউন চলছে দেশে । এর মাঝেই সোমবার থেকে ধাপে ধাপে চালু হতে চলেছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । আজ গ্রীষ্মকালীন বিমান চলাচলের সূচি ঘোষণা করলেন বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । এখান থেকে আপাতত দৈনিক গড়ে 12 টি করে বিমান চলাচল করবে বলে জানানো হয়েছে । যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই কম ।

তৃতীয় দফার লকডাউন উঠলেই চালু হতে পারে বিমান পরিষেবা । দিনকয়েক আগেই এখবর প্রকাশ্যে এসেছিল । জানানো হয়েছিল, আপাতত অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হতে পারে । তবে আন্তর্জাতিক বিমান ওঠা-নামা শুরু হবে না । সেই সূত্র ধরে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে যাত্রীদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয় । বলা হয়, যাত্রাকালে আরোগ্য সেতু অ্যাপ অবশ্য়ই থাকতে হবে যাত্রীদের ফোনে । মাস্ক, গ্লাভস সহ অন্যান্য সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে হবে । বজায় রাখতে হবে সহযাত্রীর সঙ্গে ন্যূনতম 4 ফুটের দূরত্ব । এরপরই 17 মে লকডাউনের সময়সীমা বাড়ানো হয় । 31 মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন ঘোষণা হয় । তারপর বুধবার অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার কথা জানানো হয় । তৈরি হতে শুরু করে বাগডোগরা বিমানবন্দর ।

এই বিমানবন্দর থেকে এমনি সময়ে দিনে গড়ে চলাচল করে 23 থেকে 25 টি বিমান । কলকাতা, দিল্লি, মুম্বই, হায়দরাবাদসহ বেশ কয়েকটি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রয়েছে বাগডোগরা বিমানবন্দরের । কিন্তু অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দেওয়া নির্দেশিকা মেনে, যাত্রীদের সুরক্ষার্থে আপাতত দিনে 12টি করে বিমান চলবে বাগডোগরা থেকে । এছাড়াও সূচি অনুযায়ী একটি বিমান সপ্তাহে দু'দিন, একটি বিমান সপ্তাহে ছ'দিন এবং অন্য আরও একটি বিমান সপ্তাহে দু'দিন- এভাবে চলাচল করবে ।

ইতিমধ্যেই বিমান চালানোর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । শুরু হয়ে গেছে বিমানের টিকিট বিক্রির কাজও । কেন্দ্রীয় সরকারের তরফে বিমানের যে গড় ভাড়া বেঁধে দেওয়া হয়েছে, সেই ভাড়াতেই টিকিট কাটছেন যাত্রীরা । বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীর থার্মাল টেস্টিং করা হবে । জ্বর, সর্দি, কাশি বা কোরোনার উপসর্গ থাকলে যাত্রীদের বিমানে উঠতে দেওয়া হবে না ।

ABOUT THE AUTHOR

...view details