শিলিগুড়ি, 23 মে : চতুর্থ দফায় লকডাউন চলছে দেশে । এর মাঝেই সোমবার থেকে ধাপে ধাপে চালু হতে চলেছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । আজ গ্রীষ্মকালীন বিমান চলাচলের সূচি ঘোষণা করলেন বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । এখান থেকে আপাতত দৈনিক গড়ে 12 টি করে বিমান চলাচল করবে বলে জানানো হয়েছে । যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই কম ।
তৃতীয় দফার লকডাউন উঠলেই চালু হতে পারে বিমান পরিষেবা । দিনকয়েক আগেই এখবর প্রকাশ্যে এসেছিল । জানানো হয়েছিল, আপাতত অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হতে পারে । তবে আন্তর্জাতিক বিমান ওঠা-নামা শুরু হবে না । সেই সূত্র ধরে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে যাত্রীদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয় । বলা হয়, যাত্রাকালে আরোগ্য সেতু অ্যাপ অবশ্য়ই থাকতে হবে যাত্রীদের ফোনে । মাস্ক, গ্লাভস সহ অন্যান্য সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে হবে । বজায় রাখতে হবে সহযাত্রীর সঙ্গে ন্যূনতম 4 ফুটের দূরত্ব । এরপরই 17 মে লকডাউনের সময়সীমা বাড়ানো হয় । 31 মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন ঘোষণা হয় । তারপর বুধবার অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার কথা জানানো হয় । তৈরি হতে শুরু করে বাগডোগরা বিমানবন্দর ।