শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর :পাচারের আগেই ফের একবার উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। ধৃতরা হল রাকেশ কুমার গুপ্তা ও হরিশ চন্দ প্রসাদ। বুধবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
শিলিগুড়িতে বাজেয়াপ্ত আড়াই কোটি টাকার সোনা, গ্রেপ্তার 2 - ইন্দো-মায়ানমার সীমান্ত
ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে মণিপুর অসম হয়ে শিলিগুড়িকে করিডর করে কলকাতায় সোনা পাচারের ছক ছিল ধৃতদের। পুলিশের নজর এড়াতে গাড়ির ছাদে লুকিয়ে রাখা ছিল 30টি সোনার বিস্কুট।
জানা গিয়েছে, ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে মণিপুর অসম হয়ে শিলিগুড়িকে করিডর করে কলকাতায় সোনা পাচারের ছক ছিল ধৃতদের। পুলিশের নজর এড়াতে গাড়ির ছাদে লুকিয়ে রাখা ছিল 30টি সোনার বিস্কুট। যার আনুমানিক ওজন প্রায় 4,980 গ্রাম। আনুমানিক বাজার দর প্রায় 2 কোটি 65 লাখ 92 হাজার 702 টাকা।
গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর গতকাল অভিযানে নামেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। বর্ধমান রোড সংলগ্ন এলাকা থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, একটি ছোটো চার চাকার গাড়িতে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল তারা। ধৃত দুজনেই কলকাতার খিদিরপুরে থাকে। যদিও রাকেশ কুমার গুপ্তা বিহারের করমন টোলার বাসিন্দা।