শিলিগুড়ি, 3 জানুয়ারি: এবার রাজনৈতিক উত্তেজনার শিকার খোদ শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন ৷ অভিযোগ উঠেছে বালি পাথরের সিন্ডিকেট নিয়ে হওয়া ঝামেলার সামাল দিতে গিয়ে আক্রান্ত হলেন বিরোধী দলনেতা ৷ বর্তমানে তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ এই ঘটনার পরেই রাজনৈতিকমহলে চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ পাশাপাশি, প্রশ্ন উঠতে শুরু করেছে শহরের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়েও ৷ ঘটনায় অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে ৷
মঙ্গলবার সকালে আক্রান্ত বিরোধী দলনেতার সঙ্গে হাসপাতালে দেখা করতে যান বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন এবং প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার ৷ যদিও, বিজেপি-র তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসকদল ৷ জানা গিয়েছে, সোমবার রাতে শিলিগুড়ি পৌরনিগমের 9 নম্বর ওয়ার্ডে একটি বালি পাথরের সিন্ডিকেট নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। বিষয়টি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর তথা বিরোধী দলনেতা অমিত জৈন ৷ অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন কাউন্সিলর প্রদীপ গোয়েলের নেতৃত্বে অমিত জৈন-সহ অন্যান্যদের উপর আক্রমণ করা হয় ৷
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ ৷ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা অমিত জৈনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করেন ৷ মঙ্গলবার সকালে তার শারিরীক পরিস্থিতির খোঁজখবর নিতে যান শঙ্কর মালাকার ও আনন্দময় বর্মন ৷