সেবক (কার্সিয়াং), 5 মে : এবার বনবস্তির বাসিন্দাদের খাদ্য সামগ্রী দিল বনদপ্তর । মঙ্গলবার দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের মহানন্দা অভয়ারণ্যের 10 মাইল রেঞ্জ এলাকার অন্তত 61 টি পরিবারকে ওই খাদ্যসামগ্রী দেওয়া হয় ।
লকডাউনে বিপাকে বনবস্তির বাসিন্দারা, খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের - Ration distribution
কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের উদ্যোগে মঙ্গলবার চমকডাঙ্গী ,লালটং সহ সংলগ্ন এলাকার নিম্ন আয়ের বাসিন্দাদের আজ খাদ্য সামগ্রী দেওয়া হয় ৷
কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের উদ্যোগে মঙ্গলবার চমকডাঙ্গী ,লালটং সহ সংলগ্ন এলাকার নিম্ন আয়ের বাসিন্দাদের খাদ্য সামগ্রী দেওয়া হয় বলে জানিয়েছেন দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের ADFO (সুকনা) জয়ন্ত মণ্ডল ।
লকডাউনের জেরে সব বন্ধ ৷ তাই অনেকদিন আগেই বনবস্তির বাসিন্দারা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা বন্ধ করে দিয়েছিলেন । একাধিক সরকারি সহায়তায় বনবস্তির বাসিন্দারাও স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল । কিন্তু কোরোনা ভাইরাসের মোকাবিলায় টানা লকডাউ সব যেন এলোমেলো করে দেয় । লকডাউনের কারণে রোজগারও বন্ধ হয়ে যায় ৷ ফলে বেশিরভাগ দিন অর্ধাহার-অনাহারে কাটাচ্ছেন তাঁরা ৷ বিষয়টি জানতে পারার পর কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে বন দপ্তরের আধিকারিকরা আজ ওই মানুষগুলির হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ।