পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইসোলেশনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অ্যাসিস্টেন্ট সুপার - Coronavirus

বিকেল থেকে জ্বর ও শ্বাসকষ্ট । আইসোলেশন ওয়ার্ডে ভরতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্টেন্ট সুপার ৷

উত্তরবঙ্গ হাসপাতাল
উত্তরবঙ্গ হাসপাতাল

By

Published : Apr 8, 2020, 10:22 PM IST

শিলিগুড়ি, 8 এপ্রিল : দেশজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ রাজ্যেও বেড়েছে আক্রান্তের সংখ্যা ৷ আজ মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 71 ৷ যেখানে উত্তরবঙ্গেই আক্রান্তর সংখ্যা 13 । কালিম্পঙে এক কোরোনা আক্রান্ত মহিলার মৃত্যুও হয় ৷

এদিকে আজ কোরোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভরতি হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্টেন্ট সুপার ৷ বিকেলের পর জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয় ৷ ফোনে তিনি নিজেই জানান, বিকেল থেকে জ্বর ও অন্য উপসর্গ দেখা দেওয়ায় নিজেই আইসোলেশনে গেছেন ৷ এর আগে দু'দিন বাড়িতেই কোয়ারান্টাইনে ছিলেন তিনি ৷

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রবীর দেব বলেন, অ্যাসিস্টেন্ট সুপার আইসোলেশনে রয়েছেন ৷ তাঁর সোয়াবের নমুনায় কোরোনা আছে কি না তা নিশ্চিত করতে কলকাতায় পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details