শিলিগুড়ি, 29 অগস্ট : দিদি অসমে রাজনীতি করতে চাইলে আসুন । তাঁকে রেড কার্পেটে স্বাগত জানানো হবে । তিনি অসমে এলে বিজেপিরই ভাল হবে । কারণ রাজ্যের বিরোধী জোটের ভোট ভাগ হবে ৷ রবিবার শিলিগুড়িতে ব্যক্তিগত সফরে এসে একথা বললেন অসমের মুখ্যমন্ত্রী (Assam CM) হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।
চলতি মাসেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ৷ তাঁকে সামনে রেখেই ত্রিপুরা ও অসমে সংগঠন মজবুত করার লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই প্রসঙ্গ টেনেই আজ শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, "অসমে সুস্মিতা দেবের যে স্থান রয়েছে তা একটা জেলাতেই সীমিত । তাঁরা যত তৃণমূল কংগ্রেস করবেন, ততই কংগ্রেস ও ইউডিএফের ভোট ভাগ হবে । তাতে আমাদেরই লাভ । দিদি অসমে গেলে তাঁকে ভরপুর স্বাগত জানানো হবে । দিদি অসমে যাবেন, মাকে প্রণাম করবেন আর এ রাজ্য চালাবেন । দিদি যে জায়গায় রাজনীতি করেন আর সেখানে তাঁর যা ভোট ব্যাঙ্ক রয়েছে তাতে আমাদের লাভ । তাতে কংগ্রেসের ভোটই ভাগ হবে । তাই তিনি এলে আমি তো রেড কার্পেটে তাঁকে স্বাগত জানাব । দিদি আপনি আসুন আমাকে সাহায্য করুন ।"
আরও পড়ুন:Shikha Mitra : 6 বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন সোমেন-জায়া শিখার
সম্প্রতি অসমে গোর্খাদের তপশিলি জাতির স্বীকৃতি দিয়েছে সে রাজ্যের সরকার । সেই বিষয়ে বিশ্বশর্মা বলেন, "গোর্খাদের বিরুদ্ধে আর কোনও মামলা হবে না । তাঁদের সংরক্ষিত জাতির স্বীকৃতি দেওয়া হয়েছে । আর আমরা ফরেনার্স ট্রাইবুনাল গোর্খা কমিউনিটির সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি ।"
অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, "এখন শরণার্থী শিবিরে আর সে রকম কেউ নেই । শুধুমাত্র 12টি বাঙালি হিন্দু পরিবার রয়েছে । তাদেরও দ্রুত ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে । দু‘ থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ।"