পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ashwini Vaishnaw Visitis in Siliguri: সেবক রংপো রেল প্রকল্প পরিদর্শনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব - ইন্দো চিন সীমান্ত

সেবক রংপো রেল প্রকল্প পরিদর্শনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। এমনিতেই উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি দেশের সীমান্ত নিরাপত্তা বৃদ্ধিতে এবার ইন্দো-চিন সীমান্ত পর্যন্ত রেলপথ নিয়ে যেতে চায় ভারতীয় রেল। ইতিমধ্যে সেই বিষয়ে কাজ শুরু করেছে রেলমন্ত্রক।

Ashwini Vaishnaw Visitis in Siliguri
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

By

Published : Mar 6, 2023, 12:49 PM IST

রেল প্রকল্প পরিদর্শনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

শিলিগুড়ি, 6 মার্চ: এবার সেবক রংপো প্রকল্পের (Sevoke Rangpo Rail Project) গতিপ্রকৃতি পরিদর্শনে রেলমন্ত্রী। তিনদিনের উত্তরবঙ্গ ও সিকিম সফরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার বিকেলে বিমানে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে সড়কপথে সিকিমের উদ্দেশ্যে রওনা দেন ৷ যাওয়ার পথে সেবকের কাছে রেল প্রকল্পর কাজ খতিয়ে দেখেন তিনি। 14 নম্বর টানেল পরিদর্শন করেন তিনি। ওই রেলপথকে সিকিমের মূল প্রবেশপথ বানানোর নির্দেশও দেন তিনি। কাজ কতদূর হয়েছে তারও খোঁজখবর নেন।

তিনি বলেন, "সেবক থেকে রংপো এই রেলপথ হচ্ছে। তা বাড়িয়ে প্রথমে গ্যাংটক ও পরে নাথুলার চিন সীমান্ত পর্যন্ত নিয়ে যাওয়া হবে। দেশের সুরক্ষা বৃদ্ধিতে রেল এই কাজ করবে।" পাশাপাশি তিনি এদিন রেলের জমি দখলমুক্ত করতে রাজ্য সরকারেরও সহযোগিতা চেয়েছেন। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী বলেন, "আমাদের লক্ষ্য দেশের প্রতিটি এলাকা রেলপথের মাধ্যমে যোগ করে দেওয়া। তাই এবার আমরা রেলপথ চিন সীমান্ত নাথুলা পর্যন্ত নিয়ে যেতে চাই। এতে আমাদের দেশের সেনাবাহিনীর অনেক সুবিধা হবে।"

তিনি আরও বলেন, "রেল বাংলাতেও অনেক কাজ করতে চায়। তার জন্য আমরা চাই বাংলার সরকার আমাদের সহযোগিতা করুক। আমাদের জমির প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। আশা করি তারা সাহায্য করবে। কারণ আপনারা জানেন উত্তর-পূর্ব ভারতে রেলের উন্নয়নে বদ্ধপরিকর ভারতীয় রেল। আগে যেখানে এই এলাকায় রেলের উন্নয়নে দু'হাজার কোটি টাকা দেওয়া হত এখন তা বাড়িয়ে প্রায় 10 হাজার কোটি টাকা করা হয়েছে।"

আরও পড়ুন:প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্যকেও এগিয়ে আসতে হবে: অশ্বিনী বৈষ্ণব

প্রসঙ্গত, সেবক-রংপো রেলপথের কাজ চলছে। এই প্রকল্পে মোট 14টি টানেল, 21টি সেতু হবে। থাকছে 5টি রেলস্টেশন সেবক, রিয়াং, তিস্তা, মেল্লি ও রংপো। প্রকল্পের জন্য বনদফতর-সহ বন্যপ্রাণ বিভাগের ছাড়পত্র চলে এসেছে। 13টি সেতুর কাজ চলছে। পুরো প্রকল্প শেষ করার জন্য রেলকর্মী সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সেবক রংপো রেল প্রকল্পের জন্য দু'দফায় 4 হাজার 562 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেলপথে 13টি বড় ও আটটি ছোট টানেল রয়েছে। সেবক, রিয়াং, তিস্তা, মাল্লি ও রংপো স্টেশন থাকছে। প্রকল্পের জন্য 160 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details