শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি : নাম না করে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে কটাক্ষ করলেন মেয়র অশোক ভট্টাচার্য। বলেন, "জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া উচিত তাঁকে।" পাশাপাশি তিনি শাসকদলকেও কটাক্ষ করেন। বলেন, "পারলে আমার ভাগের নিরাপত্তাও তাঁকে দিয়ে দেওয়া হোক।"
১ মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে শিলিগুড়ির দাবি নিয়ে ধরনা হবে। আজ সেই সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠক করেন মেয়র অশোক ভট্টাচার্য। সেইসময় তিনি শাসকদলকে কটাক্ষ করে বলেন, "রাজ্যে শাসকদলের মন্ত্রীদের অবস্থা বিপজ্জনক। সরকারের এই মুহূর্তে মন্ত্রীদের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া উচিত।"
শুনুন মেয়র অশোক ভট্টাচার্যের বক্তব্য় গতকাল ছোটো ফাপড়িতে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় ন'জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জামিন চেয়ে পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভ দেখান উপপ্রধান সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৈঠক চলাকালীন অশোক ভট্টাচার্য এই প্রসঙ্গকে কেন্দ্র করে বলেন, "স্থানীয় মানুষ মন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করছে। তাহলে ভাবুন শাসকদলের মন্ত্রীদের অবস্থা কী হয়ে দাঁড়িয়েছে।"
কিছুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য। সেই প্রসঙ্গও টেনে আনেন অশোক ভট্টাচার্য। কটাক্ষ করে তিনি বলেন, "রাজ্যের মন্ত্রীদের আয় বেড়েছে ১০০০ গুণ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর আয় বেড়েছে ৫০০ গুণ। ফলে রাজ্য সরকার তো তাঁদের বাড়তি নিরাপত্তা দেবেই। সরকারের উচিত গৌতম দেবকেও জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া উচিত। শুধু তাই নয়, মেয়র হওয়ায় আমার জন্য একজন সিকিউরিটি থাকে। সেই সিকিউরিটিও তুলে নিয়ে তাঁর নিরাপত্তায় নিয়োগ করা হোক।"