শিলিগুড়ি, ২ নভেম্বর : পুজো পরবর্তী সময়ে বাড়ছে কোরোনা সংক্রমণ । শিলিগুড়ি ও মাটিগাড়ায় সংক্রমণের সঙ্গে বাড়ছে মৃত্যু । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন উদ্বিগ্ন বিধায়ক ও পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।
শিলিগুড়িতে বাড়ছে কোরোনা, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অশোক ভট্টাচার্য
কোরোনা হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ রয়েছে তাঁর ।
ashok bhattacharya letter to cm mamata banerjee
চিঠিতে তিনি লিখেছেন, এই মুহূর্তে শিলিগুড়িতে দুটি covid হাসপাতালের অধিকাংশ শয্যা বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে । এর পাশাপাশি মাস্ক, অক্সিজেন, চিকিৎসক ইত্যাদির অভাব রয়েছে । এ নিয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি ।
যদিও এ প্রসঙ্গে পৌরনিগমের বিরোধী দলনেতা ও জেলা তৃণমূলের মুখপত্র বেদব্রত দত্ত বলেন, "কোথাও কিছুর অভাব নেই । মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্য জুড়ে পরিস্থিতির বিরুদ্ধে লড়াই হচ্ছে ।"