পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কঠিন পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়াতে কেন্দ্রের সঙ্গে লড়ছি: অশোক ভট্টাচার্য

কোরোনা পরিস্থিতিতে আমফান মোকাবিলায় রাজ্যের ভূমিকায় সরব হয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে পথে নামে দার্জিলিং বাম নেতৃত্ব ।

অশোক ভট্টাচার্য
অশোক ভট্টাচার্য

By

Published : May 28, 2020, 11:13 PM IST

শিলিগুড়ি, 28 মে:বিরোধী আসনে থাকলেও কঠিন পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়াতে কেন্দ্রের সঙ্গে লড়ে চলছেন ৷ এখনও সেই লড়াই জারি রয়েছে । আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে পথে নেমে এই মন্তব্য করলেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য ।

কোরোনা পরিস্থিতিতে আমফান মোকাবিলায় রাজ্যের ভূমিকায় সরব হয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির পথে নামে দার্জিলিং বাম নেতৃত্ব । শিলিগুড়ির সুভাষপল্লি এলাকায় অবস্থান-বিক্ষোভে সামিল হয় তারা । সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই অবস্থান বিক্ষোভে বসে । এই বিক্ষোভে নেতৃত্ব দেন অশোক ভট্টাচার্য । বর্তমান পরিস্থিতির নিরিখে রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করান তিনি ৷ অন্যদিকে, রাজ্যবাসীর কথা ভেবে এই মুহূর্তে রাজ্যের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধেও সুরও চড়ান তিনি ।

অশোকবাবু বলেন, "রাজ্যের প্রস্তুতিতে খামতি ছিল । তারই ফল ভুগছে গোটা রাজ্য । কোরোনা মোকাবিলায় কেরালা আগাম প্রস্তুতি নিয়েছিল । এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলাও একটি উদাহরণ । যদিও রাজ্যের তেমন পরিস্থিতি ছিল না । স্বাভাবিক কারণেই সমস্যা ঊর্ধ্বমুখী ।" তিনি আরও বলেন, "কেন্দ্র শুধু হাজার কোটি দেবে তা হবে না । আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণার পাশাপাশি সর্বেতভাবে সহযোগিতা করতে হবে । অন্যদিকে কোরোনা মোকাবিলায় গ্রাম পঞ্চায়েত ও পৌরসভাগুলিকে একত্রিত হয়ে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details