শিলিগুড়ি, 14 ডিসেম্বর: আশা ও আইসিডিএস কর্মীদের (ASHA-ICDS Workers Protest) মতো স্বাস্থ্যকর্মীদের উপর চাপ সৃষ্টি করে আবাস যোজনার (Aawas Yojana) সমীক্ষা করানোর প্রতিবাদে বিক্ষোভ দেখানো হল শিলিগুড়িতে (Siliguri News)। অভিযোগ, একদিকে আবাস যোজনার সমীক্ষা করতে গেলে মিলছে স্থানীয় এলাকাবাসী থেকে নেতাদের হুমকি । আর অন্যদিকে, কাজ করতে মানা করলে মিলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে চাকরি থেকে বরখাস্তের হুমকি । আর এই অবস্থায় মানসিক চাপ ও প্রাণহানির আশঙ্কায় গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও প্রতিবাদে সামিল হয়েছেন আশা কর্মী ও আইসিডিএস কর্মীরা ।
মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকের আশা ও আইসিডিএস কর্মীরা শিলিগুড়িতে মিছিল করে দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান । দার্জিলিং জেলা আশা কর্মী ইউনিয়নের সভানেত্রী নমিতা চক্রবর্তী বলেন, "একদিনের প্রশিক্ষণের পরই পরের দিন থেকে কাজে নামানো হয়েছে । কাজে নেমে সার্ভের পর একের পর এক হুমকি আসছে । আর কাজে যেতে মানা করলে বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিকরা হুমকি দিচ্ছেন । আমরা শুধুমাত্র স্বাস্থ্য সংক্রান্ত কাজ করব । আবাস যোজনার কাজ করব না ।"