শিলিগুড়ি, 15 এপ্রিল : শিলিগুড়িতে অরবিন্দ মেননসহ BJP নেতাদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভয়ে নিজেদের ঘরবন্দী করে নেন তাঁরা। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে তাঁদের উদ্ধার করেন।
হোটেলের বাইরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাপাদাপি, খুনের হুমকি অরবিন্দ মেননকে
শিলিগুড়িতে অরবিন্দ মেনন সহ BJP নেতাদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভয়ে নিজেদের ঘরবন্দী করে নেন তাঁরা। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে তাঁদের উদ্ধার করেন।
আজ নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন একটি হোটেলে উঠেছিলেন অরবিন্দ মেনন। সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় BJP নেতারা। ছিলেন উত্তরবঙ্গের BJP কনভেনর রথীন্দ্রনাথ বোস। BJP-র অভিযোগ, সেসময় হোটেলের বাইরে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অরবিন্দ মেনন বলেন, "আমাদের খুনের হুমকি দেওয়া হয়। এক কর্মীকে মারধর করা হয়। আমরা আত্মরক্ষার জন্য ঘরের দরজা বন্ধ করে দিই।"
এরপর এলাকায় এসে পৌঁছান ডেপুটি পুলিশ কমিশনার গৌরব লাল। রাজ্য পুলিশের নিরাপত্তায় হোটেল ছেড়ে যেতে অস্বীকার করেন মেনন। কেন্দ্রীয় বাহিনী খবর পেয়ে এলাকায় আসে। তারাই মেনন সহ অন্য নেতাদের বের করে নিয়ে যায়।