দার্জিলিং, ২০ মার্চ : "মাং রহা হ্যায় জনতা, প্রধানমন্ত্রী মমতা (চাইছে জনতা, প্রধানমন্ত্রী মমতা)।" দার্জিলিঙে কর্মিসভার পর সাংবাদিকদের একথা বললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। গতকাল দার্জিলিঙে যৌথ কর্মিসভা করে তৃণমূল কংগ্রেস ও মোর্চার বিনয় শিবির। কর্মিসভায় অরূপ ছাড়াও হাজির ছিলেন তৃণমূলের লোকসভা প্রার্থী অমর সিং রাই, বিনয় তামাং।
চাইছে জনতা, প্রধানমন্ত্রী মমতা : অরূপ বিশ্বাস - ls poll 2019
দার্জিলিঙে যৌথ কর্মিসভা করে তৃণমূল কংগ্রেস ও মোর্চার বিনয় শিবির। অরূপবাবু বলেন, "মাং রহা হ্যায় জনতা, প্রধানমন্ত্রী মমতা।"
সভার পর অরূপ বিশ্বাস বলেন, "যারা মানুষের সঙ্গে রয়েছে, উন্নয়নের কাজ করছে, মানুষ তাদেরই ভোট দেবে। যারা ভোটে জিতে প্রতিশ্রুতি পালন করে না, খোঁজ নেয় না, প্রতারণা করে, মানুষ তাদের ভোট দেবে না। এই সভায় কিন্তু লোক আনা হয়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এর থেকেই বোঝা যায়, মমতা বন্দ্যোপাধ্য়ায় পাহাড়কে ঘিরে যে বিকাশ চাইছেন, যে উন্নয়ন চাইছেন, মানুষ সেই উন্নয়নকেই বিশ্বাস করছে।" লোকসভা নির্বাচনের পর কি মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে ? এ বিষয়ে অরূপবাবু বলেন, "মাং রহা হ্যায় জনতা, প্রধানমন্ত্রী মমতা।"
অন্যদিকে গতকালই মোর্চার বিমল গুরুং শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে GNLF। এবারের লোকসভা নির্বাচনে গুরুং শিবির ও GNLF নির্বাচনী জোট তৈরি করে লড়বে। এপ্রসঙ্গে বিনয় তামাং বলেন, "যারা পাহাড়ের শান্তি ভঙ্গ করেছে তাদের সঙ্গেই হাত মিলিয়েছে GNLF। এটা নিম্নমানের রাজনীতি। তবে যে বিমল গুরুং দিল্লি, হরিয়ানা, নেপাল ঘুরে বেড়ান, পাহাড়ে যাঁর কোনও ফিজ়িকাল অস্তিত্ব নেই, তাঁর সঙ্গে হাত মিলিয়ে GNLF কোনও ফায়দা লুটতে পারবে না।" এই বিষয়ে অরূপবাবু বলেন, "কে কার সঙ্গে হাত মেলাল তাতে কিছু যায় আসে না। মানুষই এর শেষ কথা বলবে।"