দার্জিলিং ও কালিম্পং, 16 জুন: মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ ৷ পঞ্চায়েত নির্বাচন 8 জুলাই ৷ আর ভোটগণনার সম্ভাব্য তারিখ 11 জুলাই ৷ তবে ভোট আর ফলাফল ঘোষণার দরকার পড়ল না পাহাড়ে ৷ তার আগেই পাহাড়ে জয়ী হলেন অনিত থাপা তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক আসনে জয় লাভ করেছে অনিত শিবির ৷ এতে শৈলরানির শাসক শিবিরে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷
নির্বাচন কমিশন ও দলীয় সূত্রে জানা গিয়েছে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) অধীনস্ত এলাকায় 21 টি গ্রামপঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতির আসন রয়েছে ৷ পাহাড়ে বিরোধী দলগুলি সেখানে প্রার্থী দেয়নি ৷ এদিকে বৃহস্পতিবার, 15 জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৷ তাই কার্যত কোনও ভোটযুদ্ধ ছাড়া জয় পেল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷
এরপর সংশ্লিষ্ট আসনগুলিতে বিজিপিএম-এর অনিত শিবিরের প্রার্থীর মনোনয়ন বাতিল না হলে এই জয়েতে সিলমোহর পড়বে ৷ এই ঘটনায় একটি বিষয় পরিষ্কার, পঞ্চায়েত নির্বাচনের আগে মহাজোট করলেও বিরোধীরা ছন্নছাড়া ৷ এ নিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "এতেই তো একটি বিষয় স্পষ্ট, বিরোধীরা বড় বড় গলা করে এককাট্টা হয়েও সব আসনে প্রার্থী দিতেই ব্যর্থ হয়েছে ৷ পাহাড়বাসীর সমর্থন যে নেই, তা দেখা যাচ্ছে ৷ এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় দলীয় কর্মী-সমর্থকদের জন্য বাড়তি অক্সিজেনের কাজ করবে ৷"
আরও পড়ুন: টাকার বিনিময়ে তৃণমূলের টিকিট ! নির্দল প্রার্থী কোচবিহারের সোমা