কার্শিয়াং, 16 জুলাই : বিনয় তামাংয়ের পদত্যাগের পর মনে করা হচ্ছিল যে এবার মোর্চার অন্দরের বিভাজন শেষ হওয়ার পথে ৷ বিমল গুরুংই আবার মোর্চার সর্বেসর্বা হয়ে উঠবেন ৷ কিন্তু বিমলের পদত্যাগের পরও মোর্চার ফাটল বন্ধ হল না ৷ উল্টে এবার অনিতপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা প্রকাশ্যে চলে এল ।
বিনয়ের পদত্যাগের পর মোর্চার নতুন কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন সাধারণ সম্পাদক অনিত থাপা । ফলে পাহাড়ের রাজনীতিতে ফের একবার নতুন রাজনৈতিক সমীকরণ । বিনয় তামাং পদত্যাগ করতেই এবার মোর্চার ওই অংশের ভারপ্রাপ্ত সভাপতি করা হল অনিত থাপাকে ।
আরও পড়ুন :Binay Tamang : আচমকা মোর্চা থেকে পদত্যাগ বিনয়ের, পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ
শুক্রবার কার্শিয়াংয়ের নয়াবস্তির টাউন হলে বিনয় তামাংয়ের পদত্যাগের পরেই জরুরি বৈঠকে বসে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যরা । বৈঠকে উপস্থিত ছিলেন অনিথ থাপা, অলোক কান্তমনি থুলুং, কেশব রাই পোখরেল, অরুণ সিঞ্জি, শিরিং দাহাল, কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা, সঞ্চবীর সুব্বা, করুণা গুরুং, রাজেশ চৌহান-সহ অন্যান্যরা ।
এদিন মোট 26 জনের কেন্দ্রীয় নেতা বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় যে অনিত থাপাকে কার্যকরী সভাপতি করা হোক । অনিত থাপাকে কার্যকরী সভাপতি করার প্রস্তাব দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডিকে গুরুং । সভায় উপস্থিত সদস্যরা সমর্থন করলে সভার অধ্যক্ষ সতীশ পোখরেল কার্যকরী সভাপতি হিসেবে অনিত থাপার নাম ঘোষণা করেন ।