দার্জিলিং, 17 এপ্রিল: উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হবে বলে ফের একবার হুঙ্কার ছাড়লেন গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশন (জিসিপিএ)-এর সুপ্রিমো অনন্ত মহারাজ। রবিবার প্রথম আন্তর্জাতিক সফরে যাওয়ার সময় গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের (জিসিপিএ) সুপ্রিমো অনন্ত মহারাজ স্পষ্ট বলেন, "উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছেই।" সেই সঙ্গে জোরের সঙ্গে তিনি জানান, উত্তরবঙ্গ যে কেন্দ্রশাসিত রাজ্য হচ্ছে সেটা কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে।
পাহাড়কে আলাদা রাজ্য় করার দাবিতে বরাবরই সরব গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিজেপি উভয়ই ৷ এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন অনন্ত মহেরাজও ৷ তাঁর সাফ জবাব, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া থেকে আটকানো যাবে না ৷ আর সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। আর তাঁর এই বক্তব্যের পরই ফের একবার রাজ্য রাজনীতিতে জল্পনার ঝড় উঠেছে।
নেপালের ঝাপা জেলার রামচকে রাজবংশি বিকাশ পরিষদের তরফে আয়োজিত সিরুয়া উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন অনন্ত মহারাজ। প্রায় আড়াইশোর বেশি গাড়িতে নিজের কর্মী-সমর্থক ও অনুগামীদের নিয়ে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি দিয়ে যাওয়ার কথা তাঁর। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ বলেন, "কেন্দ্রশাসিত অঞ্চল হলে উত্তরবঙ্গের অভূতপূর্ব বিকাশ হবে বলে মনে করি। স্বাধীনতার পর উত্তরবঙ্গের যা উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল তা হয়নি। সেজন্য কোনও সন্দেহ নেই উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছেই।"