পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ananta Maharaj: আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ফের সরব অনন্ত মহারাজ - তৃণমূল কংগ্রেস

রবিবার রাতে শিলিগুড়ির সেভক রোডে গ্রেটার নেতা অনন্ত মহারাজের (Ananta Maharaj) সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), বিজেপি নেতা সুনীল বনসল ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ সেই বৈঠক থেকে বেরিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে অনন্ত মহারাজ দাবি করেন, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল ৷

ananta-maharaj-claims-that-his-words-are-final-on-north-bengal-as-union-territory
Ananta Maharaj: আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ফের সরব অনন্ত মহারাজ

By

Published : Nov 7, 2022, 2:39 PM IST

Updated : Nov 7, 2022, 3:37 PM IST

শিলিগুড়ি, 7 নভেম্বর: ফের কি বঙ্গভঙ্গ হবে ? বাংলা ভেঙে কি নতুন একটি কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে ? এখন অন্তত এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে ।

কারণ, বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতা তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সঙ্গে বৈঠকের পর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত বলে দাবি করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যসোসিয়েসনের (GCPA) নেতা মহারাজ অনন্ত রায় (Ananta Maharaj) ।

রবিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, সুনীল বনসল ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে শিলিগুড়ির সেভক রোডে বৈঠক করেন অনন্ত মহারাজ । প্রায় ঘণ্টা দেড়েক সেই বৈঠক চলে । আর বৈঠকের পরই অনন্ত মহারাজ দাবি করেন, তিনি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে যা দাবি করেছেন সেটাই ফাইনাল ।

আর তার দাবির পরই বঙ্গ রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে । যদিও তাঁর দাবি নিয়ে দ্বিধাবিভক্ত গেরুয়া শিবির । আর ওই বিষয়টি শুধুমাত্র হাওয়া গরমের রাজনীতি বলে মনে করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং পঞ্চায়েত ভোটের আগে ইস্যু করতে চাইছে গেরুয়া শিবির ।

এদিন অনন্ত মহারাজ বলেন, "আমি যেটা বলেছি, সেটাই ফাইনাল । বাকিটা পরে দেখতে পারবেন ।" যদিও ওই বিষয়ে মুখ খুলতে চাননি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক । তিনি বলেন, "সুনীল বনসল প্রথমবার উত্তরবঙ্গে এসেছেন । সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল । অনন্ত মহারাজও সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন ।"

আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ফের সরব অনন্ত মহারাজ

যদিও বঙ্গভঙ্গের বিরুদ্ধেই কথা বলতে শোনা গেল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে । তিনি বলেন, "আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বাংলার কথা বলেছিলেন, আমরা সেই বাংলা চাই । আর আমাদের কাছে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে কেন্দ্র কোনও প্রস্তাব পাঠায়নি ।"

তবে এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস ও বাম । সিপিএম (CPIM) নেতা অশোক ভট্টাচার্য বলেন, "খুব নোংরা রাজনীতি করা হচ্ছে । পঞ্চায়েত নির্বাচনের আগে হাওয়া গরমের রাজনীতি করা হচ্ছে ।" শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "বাংলা ভাগের চেষ্টা করলে প্রবল প্রতিবাদ গড়ে তোলা হবে ।"

মূলত, গত বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও উত্তরবঙ্গে সেভাবে ভালো ফল করতে পারেনি তারা । উত্তর দিনাজপুরের পর থেকে দার্জিলিং-কোচবিহার পর্যন্ত লোকসভা ও বিধানসভা নির্বাচনে একটানা জয় লাভ করছে বিজেপি । অনন্ত মহারাজের সমর্থনে উত্তরে ওই জয় পেতে সুবিধা হয় বিজেপির । এবারও তাঁকে সামনে রেখেই পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে লড়তে চায় গেরুয়া শিবির । কিন্তু এতে রাজ্য বিজেপির সঙ্গে নয়, বিকল্প পথে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বর উপরই আস্থা রাখছে অনন্ত মহারাজ ।

আরও পড়ুন:উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে সরকার, নিশীথের সঙ্গে সাক্ষাতের পর ফের বিস্ফোরক অনন্ত মহারাজ

Last Updated : Nov 7, 2022, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details