পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ambulift Facility at Bagdogra Airport : অসুস্থ ও বয়স্কদের সুবিধার্থে বাগডোগরা বিমানবন্দরে চালু অ্য়াম্বুলিফ্ট পরিষেবা, খরচ কেমন ?

বিশেষভাবে সক্ষম যাত্রীদের কথা মাথায় রেখে বাগডোগরা বিমানবন্দরে প্রথম চালু হল অ্য়াম্বুলিফ্ট পরিষেবা। এই পরিষেবা পেতে যাত্রীদের খরচ করতে হবে 100 টাকা (Ambulift facility at Bagdogra airport )। খুশি যাত্রীরা ৷

Ambulift service launched at Bagdogra
বাগডোগরা বিমানবন্দরে চালু হল এম্বুলিফ্ট পরিষেবা

By

Published : Apr 10, 2022, 8:57 AM IST

Updated : Apr 10, 2022, 9:25 AM IST

শিলিগুড়ি, 9 এপ্রিল : বিশেষভাবে সক্ষম, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের সুবিধার্থে বাগডোগরা বিমানবন্দরে শুরু হল অ্য়াম্বুলিফ্ট পরিষেবা (Ambulift service started at Bagdogra Airport)। এবার থেকে নামমাত্র খরচে বিশেষভাবে সক্ষম, রোগী বা অসুস্থ বিমানযাত্রীরা সহজেই বিমানে উঠতে পারবেন ওই পরিষেবা ব্যবহার করে । শনিবার থেকে চালু হয়েছে এই পরিষেবা । যা নিয়ে খুশি যাত্রীরা ।

অসুস্থ ও বয়স্ক মানুষদের মাঝে মধ্যেই চিকিৎসার জন্য ভিনরাজ্যে কিংবা বিদেশে যেতে হয় ৷ হুইলচেয়ার কিংবা স্ট্রেচারে থাকা যাত্রীদের বিমানে তোলা সমস্যার হয়ে দাঁড়ায় । কারণ মাটি থেকে বিমানের উচ্চতা অনেকটাই বেশি থাকায় সিঁড়ি দিয়ে ওই বিমান যাত্রীদের তুলতে সমস্যা পোহাতে হয় রোগীর পরিবার থেকে বিমানবন্দরের কর্মীদের । এই সমস্যার কথা মাথায় রেখে বাগডোগরা বিমানবন্দরে প্রথমবার চালু করা হল অ্য়াম্বুলিফ্ট পরিষেবা।

আরও পড়ুন :Omicron XE Varient : এক্সই-র সংক্রমণ রুখতে সক্ষম স্পুটনিকের ন্য়াসাল স্প্রে টিকা, দাবি নির্মাতাদের

জানা গিয়েছে, এই পরিষেবার মাধ্যমে হুইল চেয়ারে কিংবা স্ট্রেচারে থাকা ওই বিমান যাত্রীদের তুলে বন্দর থেকে সরাসরি বিমানের কাছে নিয়ে যাওয়া হবে । এরপর হাইড্রোলিক লিফটের মাধ্যমে মাটি থেকে হুইল চেয়ার সহকারে বিমানের দরজার সঙ্গে ওই অ্য়াম্বুলিফ্ট জুড়ে যাবে । ফলে এমন সহজেই যাত্রীদের বিমানে তোলা যাবে । এক একটি অ্য়াম্বুলিফ্ট গাড়ির দাম প্রায় 75 লক্ষ টাকা । মুম্বই থেকে নিয়ে আসা হয়েছে ওই বিশেষ গাড়িটিকে । তবে আপাতত যাত্রীদের এই পরিষেবা পেতে হলে সামান্য টাকাই খরচ করতে হবে । এই বিষয়ে বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর শুভ্রমণি পি বলেন, "বিশেষভাবে সক্ষম বিমান যাত্রীদের জন্য বাগডোগরা বিমানবন্দর এই পরিষেবা চালু হয়েছে । এই পরিষেবা পেতে যাত্রীদের খরচ করতে হবে মাত্র 100 টাকা ।"

Last Updated : Apr 10, 2022, 9:25 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details