শিলিগুড়ি, 21 জুলাই : সরকারি আধিকারিকের পর এবার রাজনৈতিক নেতার নামে টাকা তুলে প্রতারণার অভিযোগ উঠল ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলের পাশাপাশি শহরেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুংয়ের নাম করে তোলাবাজি করা হয়েছে ।
অভিযোগ পাওয়া মাত্র তদন্তে নেমে কালিম্পংয়ে অভিযান চালিয়ে দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। অভিযানে সহযোগিতা করেছে কালিম্পং থানার পুলিশ।
সাইবার ক্রাইম বিভাগ ও কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দীপেশ ত্রিক্ষত্রী ও তারা পারিয়ার। দীপেশ কালিম্পং ঠাকুরবাড়ি ও তারা কালিম্পংয়ের তাসিডিংয়ের তিন মাইলের বাসিন্দা । এদিন সকালে কালিম্পংয়ে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: দশ বছর পর শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে চালু হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র
8 জুলাই শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরের একটি বেসরকারি কলেজের প্রিন্সিপাল সঞ্জয় ভট্টাচার্যকে ফোন করে দীপেশ। নিজেকে বিমল গুরুংয়ের আপ্ত সহায়ক বলে পরিচয় দেয় এবং পার্টি ফাণ্ডে এক লক্ষ টাকা দেওয়ার দাবি করে। সেইমতো সঞ্জয় ভট্টাচার্য 9 জুলাই তারা পারিয়ারের ব্যাংক একাউন্টে এক লক্ষ টাকা পাঠিয়ে দেন। 10 জুলাই দীপেশ ফের সঞ্জয় ভট্টাচার্যকে আরও দু'লক্ষ টাকা পার্টি ফান্ডে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এরপর সঞ্জয় ভট্টাচার্যের সন্দেহ হলে 12 জুলাই তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।