শিলিগুড়ি, 28 জুন: ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ । শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । উঠেছে বিজেপি কর্মীকে খুনের অভিযোগও (TMC is accused of killing a BJP worker in Siliguri) । মৃতের নাম অপু চৌধুরী ৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে (BJP Worker Killed)৷
26 জুন মহকুমা পরিষদ নির্বাচনের আগের দিন রাতে ফাঁসিদেওয়া ব্লকের জ্যোতিনগরের বাসিন্দা অপু রায় নামে এক বিজেপি কর্মীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । অভিযোগ, মহকুমা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আইনুল হক ও তার অনুগামীরা হামলা চালায় । বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় । রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা ৷ কিন্তু ভোটের পরের দিন অর্থাৎ 27 জুন তিনি হাসপাতালে মারা যান । তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্র এলাকায় চাঞ্চল্য ছড়ায় । কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । পাশাপাশি ফাঁসিদেওয়া থানায় আইনুল হক-সহ একাধিক ব্যক্তির নামে খুনের অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা । অভিযোগ, বিজেপি করার জন্যই তাঁকে খুন করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ।
আরও পড়ুন :বিহার থেকে জাল সার্টিফিকেট নিয়ে এসেছে শুভেন্দু, বিরোধী দলনেতাকে কটাক্ষ অখিল গিরির
মৃত অপু চৌধুরীর ছেলে সাগর চৌধুরী বলেন, "বাবা বিজেপি করত । ভোটের আগের দিন রাতে আইনুল হক ও তার অনুগামীরা বাবাকে অন্ধকারে মারধর করে । বহুদিন থেকেই বলছিল যাতে আমরা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিই । কিন্তু তা দিইনি । সেজন্য আইনুল হক ও তার অনুগামীরা বাবাকে মারধর করে । আমরা চাই তাদের শাস্তি হোক ।"