পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Worker Killed: ফের ভোট পরবর্তী হিংসা ! ফাঁসিদেওয়ায় বিজেপি কর্মীকে খুনে অভিযুক্ত শাসকদল - TMC is accused of killing a BJP worker in Siliguri

বিজেপি কর্মীকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে ৷ অভিযুক্ত তৃণমূল কংগ্রেস (TMC is accused of killing a BJP worker in Siliguri) ৷ ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল (BJP Worker Killed)।

BJP Worker Murder
ফাঁসিদেওয়ায় বিজেপিকর্মীকে খুনের অভিযোগ

By

Published : Jun 28, 2022, 2:02 PM IST

শিলিগুড়ি, 28 জুন: ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ । শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । উঠেছে বিজেপি কর্মীকে খুনের অভিযোগও (TMC is accused of killing a BJP worker in Siliguri) । মৃতের নাম অপু চৌধুরী ৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে (BJP Worker Killed)৷

26 জুন মহকুমা পরিষদ নির্বাচনের আগের দিন রাতে ফাঁসিদেওয়া ব্লকের জ্যোতিনগরের বাসিন্দা অপু রায় নামে এক বিজেপি কর্মীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । অভিযোগ, মহকুমা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আইনুল হক ও তার অনুগামীরা হামলা চালায় । বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় । রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা ৷ কিন্তু ভোটের পরের দিন অর্থাৎ 27 জুন তিনি হাসপাতালে মারা যান । তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্র এলাকায় চাঞ্চল্য ছড়ায় । কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । পাশাপাশি ফাঁসিদেওয়া থানায় আইনুল হক-সহ একাধিক ব্যক্তির নামে খুনের অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা । অভিযোগ, বিজেপি করার জন্যই তাঁকে খুন করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ।

আরও পড়ুন :বিহার থেকে জাল সার্টিফিকেট নিয়ে এসেছে শুভেন্দু, বিরোধী দলনেতাকে কটাক্ষ অখিল গিরির

মৃত অপু চৌধুরীর ছেলে সাগর চৌধুরী বলেন, "বাবা বিজেপি করত । ভোটের আগের দিন রাতে আইনুল হক ও তার অনুগামীরা বাবাকে অন্ধকারে মারধর করে । বহুদিন থেকেই বলছিল যাতে আমরা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিই । কিন্তু তা দিইনি । সেজন্য আইনুল হক ও তার অনুগামীরা বাবাকে মারধর করে । আমরা চাই তাদের শাস্তি হোক ।"

মৃতের বন্ধু মোহন রায় বলেন, "আমরা রাস্তায় হাঁটাহাঁটি করতাম । রাতেও হাঁটছিলাম । সেই সময় আইনুল হকের নেতৃত্বে 10-12 জন ওর উপর হামলা করে । আমাকেও হুমকি দেয় । আমরা ন্যায্য বিচার চাই ।"

শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আনন্দময় বর্মন বলেন, "বিধানসভা নির্বাচনের পর যেমন বিজেপি কর্মীদের খুন করা হয়েছিল । একইভাবে এ বারও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের পরও আমাদের আরও এক কর্মীকে খুন করা হল ।"

ফাঁসিদেওয়ায় বিজেপিকর্মীকে খুনের অভিযোগ

যদিও অভিযোগ অস্বীকার করে আইনুল হক বলেন, "আমি ওইদিন রাস্তায় ভিড় হতে দেখি । উলটে আমি গিয়ে ছাড়িয়ে দিই । মিথ্যে অভিযোগ । কোনও মারধর করা হয়নি ।"

মৃতের বাড়িতে যান বিজেপির জেলা সভাপতি আনন্দময় বর্মন ও জেলা নেতারা । তাঁরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন । পাশাপাশি এ বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তাঁরা । মঙ্গলবার মেডিক্যাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপু চৌধুরীর ময়নাতদন্ত হবে ।

ABOUT THE AUTHOR

...view details