শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ । এমনই অভিযোগ তুললেন খোদ শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষ । বর্তমানে শিলিগুড়ি পৌরনিগমের আপার প্রাইমারি হেলথ সেন্টারে গ্রুপ ডি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে ।
শংকর ঘোষ অভিযোগ করে বলেন, "ওই দুই পদের জন্য অন্তত 70 জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন । অভিযোগ পেয়েছি, কেউ বা কারা ওই দুই পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য আবেদনকারীদের কাছে দাবি করেছে । ইতিমধ্যে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে । পুলিশ তদন্ত করে দেখুক ।" তিনি জানান, কোনও চাকরিপ্রার্থীরা যেন ওই ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয় ।