দার্জিলিং, 28 জুন: দার্জিলিং-এর পাতলেবাসে বিমল গুরুংয়ের বাসভবনে হামলার অভিযোগ উঠল ৷ ঘটনায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা দীনেশ থিং এবং তাঁর লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে (Allegation Against BGPM to Attacks Bimal Gurung House in Patlebas Darjeeling) ৷ এই ঘটনায় বিমল গুরুংয়ের স্ত্রী তথা জিজেএম-এর মহিলা শাখার সভানেত্রী আশা গুরুং দার্জিলিং সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷
অভিযোগে আশা গুরুং জানিয়েছেন, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা দীনেশ থিং এবং তাঁর কয়েকজন সঙ্গী সোমবার মাঝরাতে তাঁদের পাতলেবাসের বাড়ির সদর দরজায় ভাঙচুরের চেষ্টা করে ৷ তাঁদের সঙ্গে ধারাল অস্ত্র ছিল বলে অভিযোগে জানিয়েছেন আশা গুরুং ৷ জেজিএম নেতা দীপেন মালে জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে আশা গুরুং একা ছিলেন ৷ দীনেশ থিং এবং তাঁর লোকজন বাড়ির সদর দরজার তালা ভাঙার চেষ্টা করে ৷ সেই চেষ্টায় সফল হলে, বড় কোনও বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন দীপেন মালে ৷ এই ঘটনায় দীনেশ থিং-সহ বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা ৷