দার্জিলিং, 24 নভেম্বর: রাজ্য রাজনীতিতে ঘোড়া কেনাবেচা নতুন কোনও বিষয় নয় । কিন্তু পাহাড়ের রাজনীতিতে এমন অভিযোগ আগে ওঠেনি ৷ এবার তেমনই অভিযোগ উঠেছে দার্জিলিং পৌরসভায় (Darjeeling Municipality) ৷ অভিযোগ, ওই পৌরসভায় শাসক দলের কাউন্সিলর কিনে তা দখলের চেষ্টা চলছে । দার্জিলিং পৌরসভায় শাসক দল হামরো পার্টি (Hamro Party) ৷ এই দলের সভাপতি অজয় এডওয়ার্ড (Ajoy Edwards) এই অভিযোগ করেছেন ৷ তিনি কাঠগড়ায় তুলেছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA)-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপাকে ৷
অজয় এডওয়ার্ডের অভিযোগ, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) সভাপতি অনিত থাপা (Anit Thapa) লক্ষাধিক টাকা-সহ শিলিগুড়িতে একটি করে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁর দলের কাউন্সিলরদের । তবে শর্ত কাউন্সিলরদের হামরো পার্টি ছেড়ে অনিতের দলে যোগ দিতে হবে । যদিও অজয়ের এই অভিযোগকে তাঁর হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা ।
রাজ্যজুড়ে অনেক সময়ই এই অভিযোগ শোনা যায় যে টাকার বিনিময়ে জনপ্রতিনিধিদের কেনাবেচা করা হয় । কিন্তু পাহাড়ে এই ধরনের অভিযোগ আগে কখনও শোনা যায়নি । সম্প্রতি হামরো পার্টি থেকে জিটিএ-এর দুই সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন । আরও অনেকে যোগ দেবেন বলেও জানা গিয়েছে । এরপর থেকেই তিনি অনিত থাপার বিরুদ্ধে সরাসরি টাকা দিয়ে কাউন্সিলর কেনার চেষ্টার অভিযোগ করলেন অজয় এডওয়ার্ড ।