পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Darjeeling Municipality: দার্জিলিং পৌরসভায় হামরো পার্টির ঘর ভাঙতে প্রলোভন অনিতের, অভিযোগ অজয় এডওয়ার্ডের - গোর্খা জনমুক্তি মোর্চা

প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই দার্জিলিং পৌরসভায় (Darjeeling Municipality) বোর্ড গড়েছে হামরো পার্টি ৷ কিন্তু সেই দলের কাউন্সিলরদের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে বিজিপিএম (BGPM)-এর অনিত থাপার বিরুদ্ধে ৷ এমনই অভিযোগ হামরো পার্টির (Hamro Party) অজয় এডওয়ার্ডের ৷

ajoy-edwards-alleges-bgpm-president-anit-thapa-trying-to-break-hamro-party-in-darjeeling-municipality
Darjeeling Municipality: দার্জিলিং পৌরসভায় হামরো পার্টির ঘর ভাঙতে প্রলোভন অনিতের, অভিযোগ অজয় এডওয়ার্ডের

By

Published : Nov 24, 2022, 12:33 PM IST

দার্জিলিং, 24 নভেম্বর: রাজ্য রাজনীতিতে ঘোড়া কেনাবেচা নতুন কোনও বিষয় নয় । কিন্তু পাহাড়ের রাজনীতিতে এমন অভিযোগ আগে ওঠেনি ৷ এবার তেমনই অভিযোগ উঠেছে দার্জিলিং পৌরসভায় (Darjeeling Municipality) ৷ অভিযোগ, ওই পৌরসভায় শাসক দলের কাউন্সিলর কিনে তা দখলের চেষ্টা চলছে । দার্জিলিং পৌরসভায় শাসক দল হামরো পার্টি (Hamro Party) ৷ এই দলের সভাপতি অজয় এডওয়ার্ড (Ajoy Edwards) এই অভিযোগ করেছেন ৷ তিনি কাঠগড়ায় তুলেছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA)-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপাকে ৷

অজয় এডওয়ার্ডের অভিযোগ, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) সভাপতি অনিত থাপা (Anit Thapa) লক্ষাধিক টাকা-সহ শিলিগুড়িতে একটি করে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁর দলের কাউন্সিলরদের । তবে শর্ত কাউন্সিলরদের হামরো পার্টি ছেড়ে অনিতের দলে যোগ দিতে হবে । যদিও অজয়ের এই অভিযোগকে তাঁর হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা ।

রাজ্যজুড়ে অনেক সময়ই এই অভিযোগ শোনা যায় যে টাকার বিনিময়ে জনপ্রতিনিধিদের কেনাবেচা করা হয় । কিন্তু পাহাড়ে এই ধরনের অভিযোগ আগে কখনও শোনা যায়নি । সম্প্রতি হামরো পার্টি থেকে জিটিএ-এর দুই সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন । আরও অনেকে যোগ দেবেন বলেও জানা গিয়েছে । এরপর থেকেই তিনি অনিত থাপার বিরুদ্ধে সরাসরি টাকা দিয়ে কাউন্সিলর কেনার চেষ্টার অভিযোগ করলেন অজয় এডওয়ার্ড ।

অজয় বলেন, "অনিত থাপা ও তাঁর লোকজন আমাদের কাউন্সিলরদের দলে নেওয়ার জন্য লক্ষাধিক টাকা ও শিলিগুড়িতে একটি করে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন । এভাবে উনি পৌরসভা দখল করতে চায় । যদিও আমি নিশ্চিত আমাদের কাউন্সিলররা গরিব হতে পারে ৷ কিন্তু তাঁরা পাহাড়কে ভালোবাসে । আর তাঁরা আমাদের সঙ্গে উন্নয়নের কাজ করবেন ।"

পালটা বিজিপিএম দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "হতাশা থেকে অজয় এসব বলছে । ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই নেই । তাই ওর দলে কেউ থাকতে চাইছে না । আমরা কারও দল ভাঙতে যাব কেন ? তবে আমাদের সভায় কিছু চমক রয়েছে ।"

প্রসঙ্গত, দার্জিলিং পৌরসভার 32টি আসনের মধ্যে 18টি আসন পায় অজয় এডওয়ার্ডের হামরো পার্টি, ন’টি আসন পায় অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, তিনটি আসন পায় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) ৷ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পায় দু’টি আসন ।

আরও পড়ুন:হামরো পার্টি ছেড়ে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দুই জিটিএ সভাসদের

ABOUT THE AUTHOR

...view details