পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টেস্টের হার বাড়াতে স্বাস্থ্যকেন্দ্রে সোয়াব সংগ্রহ শুরু শিলিগুড়িতে

টেস্টিংয়ের হার বাড়াতে স্বাস্থ্যকেন্দ্রে সোয়াব সংগ্রহের উদ্যোগ নিল শিলিগুড়ি পৌরনিগম । স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কিয়স্ক বসিয়ে আলাদা করে সোয়াব সংগ্রহ করা হচ্ছে ।

ছবি
ছবি

By

Published : May 23, 2020, 9:36 AM IST

শিলিগুড়ি, 23 মে : কোরোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজন বেশি মাত্রায় টেস্টিং । বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র লকডাউনেই মিটবে না কোরোনা সমস্যা । এই ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে টেস্টিং প্রয়োজন । এই বিষয় মাথায় রেখেই টেস্টিংয়ের হার বাড়াতে স্বাস্থ্যকেন্দ্রে সোয়াব সংগ্রহের উদ্যোগ নিল শিলিগুড়ি পৌরনিগম । স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কিয়স্ক বসিয়ে আলাদা করে সোয়াব সংগ্রহ করা হচ্ছে । যার জন্য ইতিমধ্যেই তিনটি স্বাস্থ্যকেন্দ্রে কিয়স্ক বসানো হয়েছে ।

সোয়াব সংগ্রহ ও টেস্টের হার বাড়াতে পরীক্ষামূলকভাবে আগেই শিলিগুড়ি পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডের একটি স্বাস্থ্যকেন্দ্রে সোয়াব সংগ্রহের কিয়স্ক বসানো হয়েছিল । তা সফল হতেই গতকাল শিলিগুড়িতে 44 এবং 46 নম্বর ওয়ার্ডে আরও দু'টি স্বাস্থ্যকেন্দ্রে এই কিয়স্ক বসানো হয় ।

এবিষয়ে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন, "আমাদের সব স্বাস্থ্যকেন্দ্র ও টেকনোলজিস্টদের কাজে লাগাতে চেয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর সহায়তা চেয়েছিল । আমরা রাজি হয়েছি । সেই লক্ষে, টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেওয়াও হয়ে গেছে । 11 টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে মোট 10টিতেই কিয়স্ক বসানো হবে । তিনটিতে আপাতত বসানো হল । সেখানে সোয়াব সংগ্রহ শুরুও হয়ে গেছে । আরও সাতটিতে এভাবে কিয়স্ক বসানো হবে । এর জেরে সোয়াব সংগ্রহের কাজ দ্রুত করা যাবে । ওই সোয়াব পরে আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের VRDL ল্যাবে পাঠিয়ে দেব ।"

পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংডি ভুটিয়া বলেন, "আমাদের টেকনোলজিস্টরা প্রশিক্ষণ পেয়েছেন কীভাবে সোয়াব সংগ্রহ করতে হবে । স্বাস্থ্যবিধি মেনে তাঁরা এই কাজ শুরু করেছেন । এর জেরে দ্রুত সোয়াব সংগ্রহ করা যাবে এবং বেশি পরিমাণে টেস্টিংও হবে । "

ABOUT THE AUTHOR

...view details