দার্জিলিং, 10 মার্চ: সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো, নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার এবং রাজ্যের একাধিক স্কুল বন্ধের অভিযোগ আজ ধর্মঘট ডেকে এআইডিএসও ৷ সেই ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং শিলিগুড়ি কলেজ চত্ত্বর (AIDSO-TMCP Clash at North Bengal University) ৷ অভিযোগ টিএমসিপি ও এআইডিএসও সমর্থকদের মধ্যে মারামারি হয় ধর্মঘটকে কেন্দ্র করে ৷ ঘটনায় দু’পক্ষের কমবেশি অনেকেই আহত হয়েছেন ৷ প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
জানা গিয়েছে, এদিন সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো-সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও ৷ ধর্ঘঘটের সমর্থনে শুক্রবার সকালে এআইডিএসও এর কর্মী-সমর্থকরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিকেটিং শুরু করে ৷ বিক্ষোভও দেখানো হয় ৷ পালটা ধর্মঘটের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে টিএমসিপি ৷ অভিযোগ টিএমসিপি-র মিছিল এআইডিএসও-র বিক্ষোভের জায়গায় পৌঁছতেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ ঘটনায় ধুন্ধুমার বেঁধে যায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ৷ এলোপাথাড়ি লাথি-ঘুষি মারতে থাকে একে অপরকে ৷ মারপিট দেখে ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তারক্ষীরা ৷ খবর দেওয়া হয় শিলিগুড়ি কমিশনারেটে ৷ এরপর পুলিশ বাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷