পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলুওয়ালিয়া অনেক ভালো মানুষ ছিলেন : অশোক - shuliguri

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতিতে নবাগত শিল্পপতি তথা BJP প্রার্থী রাজু বিস্ত প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র ও CPI(M) নেতা অশোক ভট্টাচার্য বলেন, "কম্পানির ম্যানেজিং ডিরেক্টর আর MP হওয়া এক না। "

ashok bhattacharjee

By

Published : Mar 29, 2019, 2:44 PM IST

Updated : Mar 29, 2019, 3:18 PM IST

শিলিগুড়ি, 29 মার্চ : "কম্পানির ম্যানেজিং ডিরেক্টর আর MP হওয়া এক নয়।" রাজনীতিতে নবাগত শিল্পপতি BJP প্রার্থী রাজু বিস্ত প্রসঙ্গে একথা বললেন শিলিগুড়ির মেয়র ও CPI(M) নেতা অশোক ভট্টাচার্য।

BJP প্রার্থী রাজু বিস্ত সম্পর্কে তিনি বলেন, "উনি শিলিগুড়ি এসেছেন ভালো। চা-টা খান। শিলিগুড়ি বুঝুন, দার্জিলিং বুঝুন। জাতি, উপজাতি, ভাষা বুঝুন। এখানকার সামাজিক সমস্যা, বানের জলের সমস্যা, চা বাগানের সমস্যা বুঝুন। এগুলো বোঝার পর রাজনীতিটা করুক না। এগুলো বুঝতে ওঁর কয়েক মাস তো সময় লাগবে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সাংবাদিকদের তিনি বলেন, "এস এস আলুওয়ালিয়া শিলিগুড়িতে প্রভাবশালী ছিলেন। তিনি অনেক ভালো মানুষও ছিলেন। কিন্তু BJP-র এই প্রার্থী বদলের জেরে শিলিগুড়ির মানুষ হতাশ হয়েছেন।" মেয়র বলেন, "শিলিগুড়ি সমতল এলকার মানুষ তীব্র তৃণমূল বিরোধী। তৃণমূলের সংগঠিত শক্তি বাদ দিলে ওরা কোনও পপুলার ভোট পাবে না। এই ভোট বামপন্থীরা অবশ্যই পাবে। আমরা বামপন্থীরা খুব ইতিবাচকভাবেই এগোচ্ছি।"

Last Updated : Mar 29, 2019, 3:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details