শিলিগুড়ি, 6 মে : শুক্রবার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের একতা মঞ্চের তরফে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়। নৌকাঘাট মোড় থেকে এদিন মিছিলটি এশিয়ান হাইওয়ে ধরে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা যেতে গেলে তিনবাত্তি মোড়ের কাছে পুলিশ ওই মিছিল আটকে দেয়। এরপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি শুরু হয় (agitation on Uttarkanya movement of candidates who have passed the TET exam)।
তীব্র গরমে ধস্তাধস্তির কারণে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। মিছিলটি জোর করে পুলিশ আটকাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরে পাঁচ বিক্ষোভকারীকে উত্তরকন্যায় স্মারকলিপি প্রদানের জন্য যাওয়ার অনুমতি দেয় পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, 2015 সালে টেট পরীক্ষার্থীরা উত্তীর্ণ হলেও এখনও তাঁদের নিয়োগ করা হয়নি। উত্তরবঙ্গের প্রায় দু‘ থেকে আড়াই হাজার টেট উত্তীর্ণ পড়ুয়াদের নিয়োগ করেনি রাজ্য সরকার।