শিলিগুড়ি, ১ মার্চ : আজ থেকে কলকাতায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শিলিগুড়ি পৌরনিগমে বামপন্থীরা ক্ষমতায় থাকায় রাজ্য সরকার উন্নয়নের খাতে কোনও টাকা দিচ্ছে না।
অশোকের অনুপস্থিতিতে মেয়রের ঘরের সামনে বিক্ষোভ তৃণমূলের - mayor
আজ থেকে কলকাতায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য। এইদিকে আজ শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের ঘরের সামনে তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলররা অবস্থান বিক্ষোভ শুরু করেন।
এইদিকে আজ শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের ঘরের সামনে তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলররা অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, "পৌরনিগমে বামকর্মীদের পিছনের দরজা দিয়ে নিয়োগ করা হচ্ছে। মেয়র যথাযথ পরিষেবা দিচ্ছেন না। অথচ উনি খালি টাকা দিন, টাকা দিন বলে চেঁচাচ্ছেন। শিলিগুড়ির উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে। প্রাপ্য টাকাও উনি পেয়েছেন। তবুও নজর ঘোরাতেই মেট্রো চ্যানেলে বিক্ষোভ হচ্ছে। তাই পালটা জবাব হিসেবে আমরাও এখানে বিক্ষোভ করছি।"
টেলিফোনে এই নিয়ে মেয়র বলেন, "প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা। মানুষ এদের জবাব দেবে। যে বঞ্চনা ওরা করছে তারপর ওদের এসব বলা সাজে না। অবিলম্বে আমাদের প্রাপ্য টাকা দেওয়ার দাবিতে আরও বড় আন্দোলন করব। নীতিকথা তৃণমূলের সাজে না।"