শিলিগুড়ি, ৪ এপ্রিল : লকডাউনের মধ্যেই রেশন ও ত্রাণের দাবিতে শিলিগুড়িতে তৃণমূল কাউন্সিলর দুর্গা সিংয়ের বাড়িতে বিক্ষোভ দেখালেন শতাধিক মানুষ । ঘটনায় BJP-কে কাঠগড়ায় তুলেছেন দুর্গা সিং । ঘটনার পিছনে BJP-র উস্কানি রয়েছে বলে দাবি তাঁর । যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় BJP নেতারা ।
গতকাল বিকেলে দুর্গা সিংয়ের বাড়িতে চড়াও হন শতাধিক মানুষ । লকডাউন ভেঙে চলে বিক্ষোভ । বাসিন্দাদের দাবি, তাঁরা রেশন ও ত্রাণ পাচ্ছেন না । দুর্গা সিংয়ের বাবা প্রাক্তন কাউন্সিলর অমরনাথ সিংয়ের বিরুদ্ধেও স্লোগান ওঠে ।