পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসমের মতো উত্তাল হতে পারে পাহাড়ও, হুঁশিয়ারি বিনয়ের - Hill station

গত সোমবার লোকসভায় CAB পাশ হয়েছে । রাজ্যসভায় এনিয়ে আলোচনা চলছে । রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর এমনটা হলে দেশ ও ভারতীয় গোর্খাদের জন্য তা দুর্ভাগ্যের বলে মনে করেছেন বিনয় ।

against CAB & NRC Gorkha land
CAB ও NRC-র বিরুদ্ধে পাহাড়

By

Published : Dec 11, 2019, 7:08 PM IST

Updated : Dec 11, 2019, 7:32 PM IST

দার্জিলিং, 11 ডিসেম্বর : CAB-র বিরুদ্ধে পাহাড়ে শুরু হয়েছে বিক্ষোভ । CAB চালু হলে অসমের কায়দায় উত্তাল হতে পারে দার্জিলিংও ৷ এই হুঁশিয়ারি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং । NRC ও নাগরিকত্ব সংশোধনী বিল বা CAB-র বিরুদ্ধে পাহাড় জুড়ে একগুচ্ছ আন্দোলন কর্মসূচি নিয়েছে মোর্চার (বিনয়পন্থী) সুপ্রিমো বিনয় তামাং।

CAB ও NRC-র বিরুদ্ধে পাহাড়

গত সোমবার লোকসভায় CAB পাশ হয়েছে । রাজ্যসভায় এনিয়ে আলোচনা চলছে । রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর এমনটা হলে দেশ ও ভারতীয় গোর্খাদের জন্য তা দুর্ভাগ্যের বলে মনে করেছেন বিনয় । CAB ও NRC-র বিরুদ্ধে আজ থেকে দার্জিলিং, কালিম্পং জেলাশাসকের অফিসে অবস্থান বিক্ষোভ-ধরনা কর্মসূচি শুরু করেছে মোর্চার বিনয় তামাঙের সমার্থকরা । এদের সঙ্গে রয়েছে হিল তৃণমূল কংগ্রেসও ।

CAB ও NRC-র বিরুদ্ধে পাহাড়

বিনয় তামাঙের নেতৃত্বে CAB-র প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । বিনয় তামাং বলেন, "আগামী 18 ডিসেম্বর পর্যন্ত এই ধরনা কর্মসূচি চলবে । আজ দার্জিলিং ও কালিম্পঙের DM অফিস, কার্সিয়াঙের SDO-র অফিস এবং মিরিকে BDO অফিসে এই কর্মসূচি পালন করা হচ্ছে । 19 ডিসেম্বর মিছিল করে দার্জিলিং ও কালিম্পঙের DM-র মারফত কেন্দ্রীয় সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে । তারপর 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে CAB-র প্রতিবাদে চিঠি দেওয়া হবে । এরপর 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত GTA এলাকার সব কেন্দ্রীয় সরকারি অফিস ঘেরাও করা হবে । বৈঠক করে পরিস্থিতি বিচার করা হবে ।"

Last Updated : Dec 11, 2019, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details