পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New VC of NBU: ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ওমপ্রকাশ মিশ্র, অচলাবস্থা মেটানোর আশ্বাস - উপাচার্য পদে ওম প্রকাশ মিশ্র

আজই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালের বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয় বিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে ৷ তার পরই তৃতীয়বারের জন্য বিশ্ব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য পদের দায়িত্ব পেলেন ওম প্রকাশ মিশ্র (om prakash mishra is the vice chancellor) ৷

Etv Bharat
ওমপ্রকাশ মিশ্র

By

Published : Mar 20, 2023, 10:53 PM IST

দার্জিলিং, 20 মার্চ: তৃতীয়বারের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হচ্ছেন ওমপ্রকাশ মিশ্র। আগামিকাল অর্থাৎ 21 মার্চ তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে উচ্চশিক্ষা দফতর সূত্রে ৷ আগামী দু'মাসের জন্য তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে বলে উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে (Again Om Prakash Mishra is the Vice Chancellor of North Bengal University) ।

এটাই প্রথম নয়, এর আগে দু'দফায় মোট ছয় মাসের মেয়াদে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ সামলেছিলেন তিনি। এই অল্প সময়কালের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের হয়ে অনেক উন্নয়নমুখী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনও মহিলা রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট বিভাগের নূপুর দাসকে নিয়োগ করেছিলেন । আর তাঁর নিয়োগের পরই স্বস্তি ফিরেছে শিক্ষামহলে । ওমপ্রকাশ মিশ্র বলেন, "আমাকে আবার উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। আমি মঙ্গলবারই দায়িত্ব গ্রহণ করব । অচলাবস্থা যাতে দ্রুত নিরসণ হয় তার যথাসাধ্য চেষ্টা করব ।"

আরও পড়ুন:উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, বন্ধ কাজকর্ম, আন্দোলনে অধ্যাপক-কর্মীরা

প্রসঙ্গত, জানুয়ারি মাস থেকে একপ্রকার অভিভাবকহীন ছিল গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । ওমপ্রকাশ মিশ্রর মেয়াদ শেষ হতেই অচলাবস্থা শুরু হয় । তারপর মেয়াদ শেষ হয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রারেরও । এরপরেই অবসর নেন ফিন্যান্স অফিসার । আর ওই দুই আধিকারিক না থাকায় সমস্যা আরও প্রকট হয়ে ওঠে । একপ্রকার শুরু হয় অচলাবস্থা । এই পরিস্থিতির প্রতিবাদে সামিল হয় এবিভিপি ৷ সোমবার এবিভিপি ও ছাত্র পরিষদের তরফে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখানো হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ৷ অচলাবস্থা কাটাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ না-করলে বড়সড় আন্দোলনের হুমকিও দেয় ৷ তারপরেই নড়েচড়ে বসে উচ্চশিক্ষা দফতর ৷ দফতরের তরফে নির্দেশিকা জারি করে ফের ওম প্রকাশ মিশ্রকেই উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয় । সাময়িক হলেও তিনি দায়িত্ব গ্রহণ করার পর সমস্যার দ্রুত সমাধান হবে বলে মনে করছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details