দার্জিলিং, 20 মার্চ: তৃতীয়বারের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হচ্ছেন ওমপ্রকাশ মিশ্র। আগামিকাল অর্থাৎ 21 মার্চ তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে উচ্চশিক্ষা দফতর সূত্রে ৷ আগামী দু'মাসের জন্য তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে বলে উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে (Again Om Prakash Mishra is the Vice Chancellor of North Bengal University) ।
এটাই প্রথম নয়, এর আগে দু'দফায় মোট ছয় মাসের মেয়াদে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ সামলেছিলেন তিনি। এই অল্প সময়কালের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের হয়ে অনেক উন্নয়নমুখী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনও মহিলা রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট বিভাগের নূপুর দাসকে নিয়োগ করেছিলেন । আর তাঁর নিয়োগের পরই স্বস্তি ফিরেছে শিক্ষামহলে । ওমপ্রকাশ মিশ্র বলেন, "আমাকে আবার উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। আমি মঙ্গলবারই দায়িত্ব গ্রহণ করব । অচলাবস্থা যাতে দ্রুত নিরসণ হয় তার যথাসাধ্য চেষ্টা করব ।"