শিলিগুড়ি, 22 মার্চ: আবারও একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার করল বন দফতর (Baikunthapur Forest in siligri)। এই নিয়ে ন’দিনে মোট চারটি হাতির দেহ উদ্ধার করেছে বন বিভাগ । ঘটনায় উদ্বিগ্ন বন দফতরের কর্তারাও । বুধবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন সালুগাড়া রেঞ্জের অধীন সরস্বতীপুর বিটের তিস্তা নদীর চর থেকে ওই পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হয়েছে ৷ কী করে ওই হাতিটির মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । ফায়ারিং রেঞ্জে ঢুকে পরাতেই হাতির মৃত্যু কি না, তা খতিয়ে দেখছে বন দফতর । হাতিটির বেশ দু’ থেকে তিনদিন আগেই মৃত্যু হয়েছে বলে খবর ।
টহলদারির সময় তিস্তা চরের কাছে একটি ম্যানগ্রোভের জঙ্গলের ভিতর থেকে মৃত হাতির দেহটি নজরে পড়ে বন কর্মীদের । সঙ্গে সঙ্গে বন কর্মীরা খবর দেয় আধিকারিকদের । খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরবঙ্গে মুখ্য বনপাল (বন্যপ্রাণ) এককে মোলে, ডিভিশনাল ফরেস্ট অফিসার হরে কৃষ্ণা ও রেঞ্জ আধিকারিকরা ৷ একটি এলিফ্যান্ট স্কোয়াডের টিমও পাঠানো হয় । তারা গিয়ে ওই হাতিটির দেহের প্রাথমিক তদন্ত করেন । এরপর দেহটির ময়নাতদন্তের ব্যবস্থা করা হয় । হাতিটির দেহে আর্টিলারি বিস্ফোরকের অংশ খতিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে খোঁজ চালানো হয় । ময়নাতদন্তের জন্য হাতিটির শরীরের বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে বন বিভাগ ।