শিলিগুড়ি, 1 মার্চ: এবার উত্তরের রাজধানী শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট (Arijit Singh will Perform in Siliguri)। আর অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্টকে ঘিরে শুধু উত্তরবঙ্গ নয়, সিকিমেও তুমুল উন্মাদনা শুরু হয়েছে।
আগামী 4 এপ্রিল শিলিগুড়ির কাঞ্চজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হবে অরিজিৎ সিংয়ের এই কনসার্ট। এক মাস পরে হলেও এখন থেকেই দর্শক আর অনুরাগীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। শহরের প্রাণকেন্দ্রে ওই অনুষ্ঠান আয়োজিত হওয়ার কারণে পুলিশ ও প্রশাসনের মধ্যেও প্রস্তুতি তুঙ্গে রয়েছে। সুরের রাজার গলায় গান শুনতে এখন থেকেই টিকিটের খোঁজ শুরু করেছেন অনুরাগীরা। তবে টিকিটের জন্য থাকছে না কোনওরকম কাউন্টার বা অফলাইন প্রক্রিয়া। 'বুক মাই শো' থেকে অনলাইনে একমাত্র পাওয়া যাবে ওই অনুষ্ঠানের টিকিট। এছাড়া শহরের বাইরে অনুরাগীদের জন্য কাউন্টার করার কথা ভাবছেন আয়োজকরা ৷
প্রথমে 1 এপ্রিল ওই অনুষ্ঠান আয়োজন হওয়ার কথা থাকলেও ইংরেজি মাধ্যমের বোর্ডের পরীক্ষা থাকায় সেই অনুষ্ঠান পিছনো হয়। আগামী 4 এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ'টা থেকে শুরু হবে ওই অনুষ্ঠান। সাড়ে তিন ঘণ্টা চলার কথা রয়েছে। শিলিগুড়ির পর অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন অরিজিৎ। সেখানে তিনটি শো করার কথা রয়েছে তাঁর। তবে টিকিট নিয়ে যাতে দর্শকরা কোনওরকম ফাঁদে পা না-দেন সেই বিষয়টি নিয়ে সচেতন করছেন আয়োজকরা। তবে টিকিটের ক্লাসিফিকেশন থাকছে।