পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া খুলবে না অন্য দোকান, GTA চেয়ারম্যানের আবেদনে সহমত

কয়েকদিন আগেই দার্জিলিং শহরের চিত্রটা বদলে গিয়েছিল । লকডাউনেও সব দোকান-বাজার খুলে গিয়েছিল । স্বাভাবিক ছন্দেই ফিরছিল দার্জিলিং শহর । তাই ভিড় বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছিল ৷ তাই ব্যবসায়ীদের শুধু অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা রাখার আবেদন করেন GTA চেয়ারম্যান অনিত থাপা । আর এই আবেদনে সাড়া দিয়ে পাহাড়ে এখন অত্যাবশ্যকীয় পণ্যের বাইরে আর কোনও দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা ।

Only essential stores wil open in hill area of Darjeeling
g

By

Published : May 25, 2020, 6:40 PM IST

দার্জিলিং , 25 মে : GTA চেয়ারম্যানের আবেদন মেনে নিলেন দার্জিলিং পাহাড়ের ব্যবসায়ীরা । ফলে শিলিগুড়ি , জলপাইগুড়ি ও ডুয়ার্সের কোরোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহাড়ে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আর অন্য কোনও দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।

ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অফ কমার্সের দার্জিলিংয়ের সহ সভাপতি বিমল মিন্ত্রি জানান , দীর্ঘদিন ধরে পাহাড়ে ব্যবসা করে এসেছেন তাঁরা । দার্জিলিংয়ের জেলার পাহাড়ি এলাকায় এখনও সংক্রমিতের হদিস মেলেনি । কিন্তু সমতল থেকে একের পর এক সংক্রমণের খবর মিলছে । এই পরিস্থিতিতে পাহাড়ে সব দোকান-বাজার খুলে গেলে লোকজনের ভিড় বাড়বে । ব্যবসার কাজে শিলিগুড়িতে যাওয়া-আসা চলবে । ফলে সংক্রমণের ঝুঁকি বাড়বে । এইজন্যই GTA চেয়ারম্যানের আবেদনে সাড়া দিয়ে আরও কয়েকদিন দার্জিলিং পাহাড়ে দোকান-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।

উল্লেখ্য , কয়েকদিন আগেই দার্জিলিং শহরের চিত্রটা বদলে গিয়েছিল । লকডাউনেও সব দোকান-বাজার খুলে গিয়েছিল । স্বাভাবিক ছন্দেই ফিরছিল দার্জিলিং শহর । তাই ভিড় বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছিল ৷ তাই ব্যবসায়ীদের শুধু অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা রাখার আবেদন করেন GTA চেয়ারম্যান অনিত থাপা । আর এই আবেদনে সাড়া দিয়ে পাহাড়ে এখন অত্যাবশ্যকীয় পণ্যের বাইরে আর কোনও দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা ।

ABOUT THE AUTHOR

...view details