দার্জিলিং, 4 মার্চ: রাজ্যে অ্যাডিনো পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তি পেতে চলেছে উত্তরবঙ্গবাসী ৷ আগামী আট থেকে দশ দিনের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হবে অ্যাডিনো ভাইরাসের পরীক্ষা ৷ শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর একথা জানান হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব ৷ দিনে অন্তত 50টি নমুনা পরীক্ষা করা যাবে (Adenovirus Test will Start in North Bengal Medical College) ৷
উত্তরবঙ্গের সব জেলার হাসপাতাল থেকে সেখানে পাঠানো হবে নমুনা ৷ আগে তা পাঠানো হত কলকাতার নাইসেড ও ট্রপিক্যাল মেডিসিনে ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল ওই পরিষেবা চালু হলে অ্যাডিনো চিকিৎসায় সময় অনেকটাই কম লাগবে ৷ তাতে দ্রুত চিকিৎসা চালু করা যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন সন্দীপ সেনগুপ্ত-সহ অন্যান্যরা ৷ মূলত অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বৈঠকটি হয় ৷
সংক্রমণ বাড়লে হাসপাতালে কী কী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই সব বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে ৷ তবে, রাজ্যে অ্যাডিনোর সংক্রমণ বেড়ে চলেছে, সেই সঙ্গে রোজই শিশুমৃত্যুর ঘটনা ঘটছে ৷ সেই জায়গায় এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত কোনও শিশু বা ব্যক্তি ভরতি হয়নি ৷ তবে, পরিস্থিতি সামাল দিতে দ্রুত পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে হাসপাতালের তরফে ৷