দার্জিলিং, 21 মার্চ:দায়িত্বভার গ্রহণ করেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে তৎপর ভারপ্রাপ্ত উপাচার্য ওমপ্রকাশ মিশ্র ৷ মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র । সেখান থেকে সোজা বিশ্ববিদ্যালয়ে নিজের কার্যালয়ে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন । এরপরই তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন । ঘণ্টাখানের বৈঠকের পর তিনি নতুন রেজিস্ট্রার ও ফিন্যান্স অফিসারের নাম ঘোষণা করেন (Register and Finance Officer Recruited in NBU)।
বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হলেন আন্ডার গ্রাজুয়েট বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি ডঃ নুপূর দাস ও বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকসের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ অম্লান মজুমদার । আর ওই দুই আধিকারিক নিযুক্ত হতেই স্বস্তি ফিরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে । দায়িত্ব গ্রহণের পর দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সুচারুভাবে শুরু করার আশ্বাস দিয়েছেন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র ।
মঙ্গলবার বৈঠকের পর ওমপ্রকাশ মিশ্র বলেন, "আমাকে দু'মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে । 55 দিন ধরে বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য ছিল না । ফলে একটা সমস্যা তৈরি হওয়া সাধারণ ব্যাপার । সেমবারই মাননীয় আচার্য্য আমাকে উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করার অনুমতি দিয়েছেন । আমি দায়িত্ব নিয়েই প্রথম কাজ হিসেবে দু'মাসের জন্য রেজিস্ট্রার ও ফিন্যান্স অফিসার নিয়োগ করলাম । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ যেমন পরীক্ষা, রেজাল্ট-সহ সমস্ত নিত্যনৈমিত্তিক কাজ আজ থেকে ঠিক হয়ে যাবে ।"