পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উচ্চমাধ্যমিকে নম্বর কমের অভিযোগে শিলিগুড়িতে বিক্ষোভ - hs result

গতকাল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে ৷ আজ উচ্চমাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়েছে পড়ুয়ারা ৷ রেজাল্ট হাতে পাওয়ার পর পড়ুয়ারা লক্ষ্য করে, তাদের হিসেব অনুযায়ী 20 থেকে 25 নম্বর করে কম পেয়েছে অনেকেই। তাই শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের পড়ুয়ারা এদিন ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷

শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের পড়ুয়ারা এদিন ক্ষুব্ধ হয়ে ওঠে ও বিক্ষোভ শুরু করে
শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের পড়ুয়ারা এদিন ক্ষুব্ধ হয়ে ওঠে ও বিক্ষোভ শুরু করে

By

Published : Jul 23, 2021, 6:47 PM IST

শিলিগুড়ি, ২৩ জুলাই : উচ্চমাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়েই বিক্ষোভ ৷ মূল্যায়ন থেকে নম্বর কম পাওয়ায় স্কুল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল ক্ষুব্ধ পড়ুয়ারা। শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের ঘটনা।

পড়ুয়াদের অভিযোগ, মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর রেজাল্ট অনুসারে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন করার কথা জানিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু উচ্চমাধ্যমিকের রেজাল্ট হাতে পাওয়ার পর পড়ুয়ারা লক্ষ্য করে, তাদের হিসেব অনুযায়ী ২০ থেকে ২৫ নম্বর করে কম পেয়েছে অনেকেই।

আরও পড়ুন :বাগডোগরা বায়ুসেনা ছাউনিতে চিতাবাঘের আক্রমণ, জখম 1 শ্রমিক

এরপরই ক্ষোভ প্রকাশ করে ছাত্ররা এবং বেশ কিছু পড়ুয়া বিষয়টি নিয়ে স্কুলের টিচার ইনচার্জ সন্দীপ বসুকে একটি স্মারকলিপি দেয়। শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের টিচার ইনচার্জ বিষয়টি কাউন্সিলকে জানাবেন বলে জানিয়েছেন।

সন্দীপ বসু বলেন, "পড়ুয়ারা যে অভিযোগ করেছে তা সঠিক। আমিও হিসেব করে দেখেছি অনেক ক্ষেত্রেই নম্বর কম এসেছে মূল্যায়ন অনুসারে। বিষয়টি কাউন্সিলকে জানিয়েছি। কাউন্সিল বিষয়টি দেখবে।

ABOUT THE AUTHOR

...view details