দার্জিলিং, 6 অগস্ট: আমরণ অনশন (Indefinite Fast) প্রত্যাহার করার আবেদন জানিয়েও খালি হাতে ফিরতে হল দার্জিলিংয়ের (Darjeeling) মহকুমা শাসককে । পৃথক গোর্খাল্যান্ড (Gorkhaland) রাজ্যের দাবিতে এবং পাহাড়ের সমস্যা সমাধানে রাজু বিস্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আমরণ অনশন করছেন অখিল ভারতীয় গোর্খা লিগের (ABGL) ভারতী তামাং গোষ্ঠীর সভাপতি এসপি শর্মা (S P Sharma)। শুক্রবার তাঁর অনশন ষষ্ঠ দিনে পড়েছে।
এর আগে অনশন মঞ্চে তাঁর সঙ্গে দেখা করেছেন গোর্খা জনমুক্তি মোর্চা 2-এর কার্যকরী সভাপতি অনিত থাপা, জন আন্দোলন পার্টির (জাপ) চেয়ারম্যান হরকা বাহাদুর ছেত্রী ও মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung)। প্রত্যেকেই অনশন আন্দোলনে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।
আরও পড়ুন:জঙ্গলমহলকে ধন্যবাদ জানাতে দু’দিনের সফরে সোমবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী