পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোয়াব পরীক্ষার রিপোর্ট আসার আগেই জ্বরে মৃত্যু যুবকের

কোরোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার আগেই জ্বরে মৃত্যু হল শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনির এক যুবকের। এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ায় সম্পূর্ণ এলাকা স্যানিটাইজ় করা হয়েছে।

Siliguri
Siliguri

By

Published : Jun 26, 2020, 5:18 PM IST

শিলিগুড়ি, 26 জুন : সোয়াব পরীক্ষার রিপোর্ট আসার আগেই জ্বরে মৃত্যু হল শিলিগুড়ি এক যুবকের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর এলাকার 36 নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনিতে । মৃত্যুর খবর জানাজানির পর এলাকাজুড়ে কোরোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সুরক্ষার কথা ভেবে ওয়ার্ড কো-অর্ডিনেটরের উদ্যোগে ওই যুবকের বাড়ি ও তার আশেপাশের অঞ্চল স্যানিটাইজ় করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন ওই যুবক। পরিবারের সকলে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জন শীল শর্মাকে এই বিষয়ে জানানো হলে তার পরামর্শেই দুইদিন আগে শিলিগুড়ি জেলা হাসপাতালে ওই যুবকের সোয়াব পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট এখনও আসেনি, তার আগেই ওই যুবকের মৃত্যু হল।

এই বিষয়ে পাঁচ নম্বর বোরো কো-অর্ডিনেটর রঞ্জন শীল শর্মার বলেন, ছেলের জ্বর আসার পর থেকেই ওই পরিবারের সকলেই নিজেদের গৃহবন্দী করে রেখেছিলেন নিরাপত্তার স্বার্থে। গতকাল রাতে ওই যুবকের অসুস্থতা বাড়তেই আমাকে ফের ফোন করে জানানো হয়। আমি হাসপাতালে ভর্তির পরামর্শ দেই। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই যুবকের মৃত্যু হয় । ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি সোয়াব টেস্টের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সম্পূর্ণ এলাকা স্যানিটাইজ করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details