শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর রাতে এক স্কুল পড়ুয়াকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়ায় । মৃত যুবকের নাম অনিকেত দাস (19) । দশম শ্রেণির ছাত্র ছিল সে । দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।
অনিকেতের বাবা ফাসিদেওয়া ব্লকের গয়াগঙ্গা চা-বাগানে কাজ করতেন । অসুস্থতার কারণে বেশ কয়েকদিন থেকে যেতে পারছিলেন না । সেই কারণে অনিকেত চা-বাগানে সেচ বিভাগে কাজের জন্য যাচ্ছিল । এদিন সহকর্মীদের থেকে কিছুটা দূরে চলে যায় ওই যুবক । দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসলে খোঁজাখুঁজি শুরু হয় । ভোর নাগাদ তার সহকর্মীরা চা বাগানের কারখানার পাশে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় । স্থানীয়রা উদ্ধার করে অনিকেতকে নবজীবন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।