নিউ জলপাইগুড়ি, 15 অগস্ট : স্বাধীনতা দিবসে বোমাতঙ্ক । আজ সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ঢোকার মুখে লাল কাপড়ে মোড়ানো গোলাকৃতির একটি বস্তুকে বোমা ভেবে আতঙ্ক তৈরি হয় ৷ স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত আরপিএফ কর্মীদের চোখে পড়ে বস্তুটি ৷ বিষয়টি নজরে আসতে ছুটোছুটি শুরু হয়ে যায় রেল পুলিশ ও আরপিএফের মধ্যে । আতঙ্ক ছড়ায় স্টেশনে আসা যাত্রীদের মধ্যেও । স্টেশনে ঢোকার ওই গেট দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয় ।
ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ ও জিআরপির উচ্চপদস্থ আধিকারিকেরা । পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল বিভাগ । বম্ব ডিস্পোজাল স্কোয়াডের সদস্যরা সন্দেহভাজন বস্তুটির যাতে কোনও ভাবে বিস্ফোরণ না হয়, তা নিশ্চিত করেন । এরপর তা নিষ্ক্রিয় করতে স্টেশন থেকে কিছুটা দূরে রেল কর্তৃপক্ষের একটি ফাঁকা জমিতে নিয়ে যাওয়া হয় । সেখানে সন্দেহভাজন বস্তুটিকে নিষ্ক্রিয় করা হয় ।