দার্জিলিং, 8 এপ্রিল : পাচারের আগে উদ্ধার হওয়া তিনটি ক্যাঙারুর মধ্যে মৃত্যু হল একটির ৷ যার ফলে বেঙ্গল সাফারি পার্কের ভূমিকা ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । শুক্রবার সকালে ওই ক্যাঙারুটির মৃত্যু হয় (A kangaroo Died at Bengal Safari During Treatment) ।
পার্ক সূত্রে জানা গিয়েছে, কর্তৃপক্ষ ওই ক্যাঙারুটির নাম রেখেছিল লুকাস । উদ্ধার হওয়ার পর থেকেই লেজার ক্যাটের এনক্লোজার আইসোলেশনে রেখে চিকিৎসা চলছিল তিনটি ক্যাঙারুর ৷ তাদের মধ্যে কিন্তু লুকাস সবচেয়ে বেশি অসুস্থ ছিল । দীর্ঘ পথ গাড়িতে আসার জন্য ঠিক মতো খাবার না পাওয়ায় সে অপুষ্টিজনিত রোগে ভুগছিল ।
আরও পড়ুন :Kangaroo Rescue : উত্তর-পূর্ব ভারতে ক্যাঙারুর বেআইনি কৃত্রিম প্রজনন, মনে করছেন বিশেষজ্ঞরা
পশু চিকিৎসক সূত্রে খবর, অপুষ্টির কারণে ওই ক্যাঙারুটি মিয়োপ্যাথি নামক রোগে আক্রান্ত হয় । এরপর শুক্রবার সকালে ক্যাঙারুটি মারা যায় । পার্কেই তার দেহ ময়নাতদন্ত করা হচ্ছে । শনিবার মিলবে রিপোর্ট ৷ এই বেঙ্গল সাফারির ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, "শুক্রবার সকালে তিনটির মধ্যে একটি ক্যাঙারর মৃত্যু হয়েছে । বাকি দুটোর এখনও চিকিৎসা চলছে ।"
প্রসঙ্গত, 1 এপ্রিল শিলিগুড়ি সংলগ্ন বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের ফাপড়ি ও নেপালি বস্তি এলাকার জঙ্গল থেকে তিনটি ক্যাঙারু উদ্ধার করে বনকর্মীরা । প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ক্যাঙারুগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । এরপর ক্যাঙারুগুলোকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে রাখা হয় (Bengal Safari Park News) । এমনকি তাদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে চারজনের একটি বিশেষজ্ঞের দলও আসার কথা ছিল । কিন্তু তার আগেই শুক্রবার একটি ক্যাঙারুর মৃত্যু হয় । যদিও জানা গিয়েছে বেঙ্গল সাফারি পার্কে পরিকাঠামো ও প্রশিক্ষিত কর্মীর অভাব থাকায় ওই ক্যাঙারুগুলোকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বন দফতর । তার আগেই এই অঘটন ৷
আরও পড়ুন :Kangaroo Rescue : এবার শিলিগুড়িতেও উদ্ধার ক্যাঙ্গারু