শিলিগুড়ি, 29 ডিসেম্বর : শাক থেকে বিষক্রিয়ার ফলে মৃত্যু হল এক যুবতীর (A Girl Die Due to Food Poisoning) ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর পরিবারের আরও 4 জন ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি এলাকার নওয়াপাড়ায় ৷ মৃত যুবতীর নাম তনুশ্রী রায় ৷ বয়স 21 বছর ৷ তিনি শিলিগুড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ৷
পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে তনুশ্রী এবং তাঁর বাবা, মা ও দুই বোন অসুস্থ হয়ে পড়েন ৷ জানা গিয়েছে, কাল রাতে তাঁরা শাক খেয়েছিলেন ৷ এর পর তাঁদের সবার বমি শুরু হয় ৷ প্রতিবেশীদের ডাকলে তাঁরাই পরিবারের সকলকে হাসপাতালে নিয়ে যায় ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কয়েক মুহূর্তে তনুশ্রীর মৃত্যু হয় ৷ তাঁর মা নমিতা, বাবা অনন্ত রায় এবং দুই বোন মনীষা রায় ও শ্রুতি রায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ৷ তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে (Food Poisoning Death) ৷