পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কীভাবে টাকা ফেরত পাবে চিটফান্ডে প্রতারিতরা ? জানাতে কনভেনশন শিলিগুড়িতে

চিটফান্ডে টাকা রেখে অনেকেই প্রতারিত হয়েছে । কিন্তু কী উপায়ে এই টাকা ফেরত পাওয়া যাবে তা অনেকেই জানে না । তা নিয়ে ধোঁয়াশা কাটাতেই শিলিগুড়িতে কনভেনশনের ডাক দিল চিটফান্ড সাফারার্স অ্যান্ড এজেন্ট ইউনিটি ফোরাম ।

Chit fund
ছবি

By

Published : Feb 20, 2020, 5:38 PM IST

Updated : Feb 20, 2020, 11:57 PM IST

শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি : চিটফান্ড প্রতারণার মামলাগুলিতে কয়েকটি ক্ষেত্রে ইতিমধ্যেই প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কম্পানিগুলি। কিন্তু সমস্যা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে প্রতারিতরা জানেনই না, কীভাবে সেই টাকা আইনি প্রক্রিয়ায় মাধ্যমে ফেরত পাওয়া যাবে। আর এই সমস্যা দূর করতেই শিলিগুড়িতে 29 ফেব্রুয়ারি কনভেনশনের ডাক দিয়েছে চিটফান্ড সাফারার্স অ্যান্ড এজেন্ট ইউনিটি ফোরাম। কনভেনশনে থাকবেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

ওই সংগঠনের আহ্বায়ক পার্থ মৈত্র বলেন, "কনভেনশন থেকেই টাকা ফেরত পাওয়ার আইনি প্রক্রিয়া সম্পর্কে প্রতারিতদেরধারণা দেব। আমাদের কাছে ইতিমধ্যেই কয়েকটি অভিযোগ এসেছে, যেখানে দেখা যাচ্ছে প্রতারিতদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় উদয় হয়েছে কয়েকজন মধ্যস্বত্বভোগীর। তারা আবার টাকা ফেরানোর নামে প্রতারিতদের কাছে ফের টাকা চাইছে।"

কী বলছেন সংগঠনের আহ্বায়ক পার্থ মৈত্র ?

একইসঙ্গে পার্থবাবুর অভিযোগ, চিটফান্ড প্রতারণার মামলাগুলি নিয়ে রাজনীতি করছে রাজ্য এবং কেন্দ্রের ক্ষমতাসীন দলের নেতৃত্বের একাংশ । ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ইশুগুলিকে । অথচ তদন্তের প্রক্রিয়াতে গতি একেবারেই নেই বলে অভিযোগ করছেন তিনি ।

Last Updated : Feb 20, 2020, 11:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details