শিলিগুড়ি, 4 অগস্ট:"রক্ষকই ভক্ষক ।" কাঠ পাচারে নাম জড়াল কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন আধিকারিকের । পাশাপাশি ভুয়ো বন দফতরের কর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রায় 25 লক্ষ টাকার কাঠ পাচারের (Wood Trafficking) অভিযোগ উঠেছে । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি আধিকারিক-সহ সাতজনকে গ্রেফতার করেছে শিলিগুড়ির (Siliguri) বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা ।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন শুল্ক বিভাগের আধিকারিক অভিমন্যু মাঝি ও অপরজন সিজিএসটি বিভাগের এসপি দেবাশিস ধর । সূত্রের খবর, দুর্নীতির একাধিক অভিযোগে দেবাশিস ধরকে বহিষ্কার করেছে জিএসটি বিভাগ । বাকিদের মধ্যে রয়েছে শিলিগুড়ির সেবক রোডের বাসিন্দা বিকাশ আগরওয়াল, গোয়ার বাসিন্দা অর্ণব বসু, ফুলবাড়ির ভালোবাসা মোড়ের বাসিন্দা রাকেশরঞ্জন দে, রাজস্থানের বাসিন্দা নিশার খান ও হরিয়ানার বাসিন্দা রোহিল খান ।
আরও পড়ুন:হাঁটু জলে দাঁড়িয়ে বন্যা কবলিত মানুষের খোঁজ নিলেন মমতা