শিলিগুড়ি, 30 মে:সাদা কাপড়ে ঢাকা কফিন ৷ তাতে আবার ফুলও দেওয়া রয়েছে ৷এক ঝলক দেখলে আপনারও মনে হতে বাধ্য যে এটি কোনও মৃতদেহ ৷ কিন্তু এতে করে যে গাঁজা পাচার হতে পারে তা আপনার কল্পনাতেও আসবে না ৷ একটি অ্যাম্বুলেন্সে এক মহিলা-সহ চারজন এভাবেই যাচ্ছিল ৷ পুলিশের চোখে ধুলো দিতে গাঁজা পাচার করতে এভাবেই ছক কষেছিল অপরাধীরা ৷ কফিনে মৃতদেহ তো দূর অস্ত, ছিল 64 কেজি গাঁজা ৷ কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল ৷ মঙ্গলবার অভিযান চালিয়ে চার পাচারকারী-সহ কফিনের ভিতর থেকে 64 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স বা এসটিএফ ৷
জানা গিয়েছে, পুলিশের নজর এড়াতেই অ্যাম্বুলেন্সের ভিতরে মৃতদেহের জন্য ব্যবহৃত ওই কফিনে গাঁজা ঢুকিয়ে পাচারের ছক ছিল । ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাম্বুলেন্সটিকেও । পুলিশ সূত্রে জানিয়েছে, ধৃতদের নাম সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক ও সরস্বতী দাস । এদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলার দিনহাটাতে । ধৃতদের মধ্যে সমীর দাস ওই অ্যাম্বুলেন্সের মালিক ও চালক । অপূর্ব দে দিনহাটায় গৃহশিক্ষকতার কাজ করে । অ্যাম্বুলেন্সের ভিতরে কফিনে 18টি প্যাকেটে 64 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ।