পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ganja Seized: অ্যাম্বুলেন্স থেকে কফিনবন্দি অবস্থায় উদ্ধার 64 কিলো গাঁজা, এসটিএফের জালে 1 মহিলা-সহ 4 - উদ্ধার 64 কিলো গাঁজা

কফিনে করে গাঁজা পাচার ৷ পুলিশের নজর এড়াতে অপরাধীদের এহেন বুদ্ধির তারিফ আপনাকে করতে হবেই ৷ তবে পুলিশ তো তারও উর্ধ্বে ৷ তাদের নজরদারিতে বাজেয়াপ্ত 64 কেজি গাঁজা ৷ গ্রেফতার 4 ৷

Etv Bharat
কফিনবন্দি গাঁজা

By

Published : May 30, 2023, 9:35 PM IST

Updated : May 30, 2023, 9:55 PM IST

অ্যাম্বুলেন্সের ভিতর কফিনে করে কীভাবে গাঁজা পাচার করা হচ্ছিল দেখুন

শিলিগুড়ি, 30 মে:সাদা কাপড়ে ঢাকা কফিন ৷ তাতে আবার ফুলও দেওয়া রয়েছে ৷এক ঝলক দেখলে আপনারও মনে হতে বাধ্য যে এটি কোনও মৃতদেহ ৷ কিন্তু এতে করে যে গাঁজা পাচার হতে পারে তা আপনার কল্পনাতেও আসবে না ৷ একটি অ্যাম্বুলেন্সে এক মহিলা-সহ চারজন এভাবেই যাচ্ছিল ৷ পুলিশের চোখে ধুলো দিতে গাঁজা পাচার করতে এভাবেই ছক কষেছিল অপরাধীরা ৷ কফিনে মৃতদেহ তো দূর অস্ত, ছিল 64 কেজি গাঁজা ৷ কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল ৷ মঙ্গলবার অভিযান চালিয়ে চার পাচারকারী-সহ কফিনের ভিতর থেকে 64 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স বা এসটিএফ ৷

জানা গিয়েছে, পুলিশের নজর এড়াতেই অ্যাম্বুলেন্সের ভিতরে মৃতদেহের জন্য ব্যবহৃত ওই কফিনে গাঁজা ঢুকিয়ে পাচারের ছক ছিল । ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাম্বুলেন্সটিকেও । পুলিশ সূত্রে জানিয়েছে, ধৃতদের নাম সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক ও সরস্বতী দাস । এদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলার দিনহাটাতে । ধৃতদের মধ্যে সমীর দাস ওই অ্যাম্বুলেন্সের মালিক ও চালক । অপূর্ব দে দিনহাটায় গৃহশিক্ষকতার কাজ করে । অ্যাম্বুলেন্সের ভিতরে কফিনে 18টি প্যাকেটে 64 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ।

সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় ফাঁদ পাতে এসটিএফ । অ্যাম্বুলেন্সটি ওই এলাকায় পৌঁছতেই সেটিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা । প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে দিনহাটার বাসিন্দা জনৈক অমল নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে । ওই ব্যক্তিই চারজনকে ত্রিপুরার আগরতলা থেকে বিহারের বেগুসরাইয়ে গাঁজা পাচারের কাজে লাগিয়েছিল । পাচারকারীদের থেকে বিহারে থাকা চক্রের বেশ কিছু সদস্যের মোবাইল নম্বরও সংগ্রহ করা হয়েছে ।

নিউ জলপাইগুড়ি থানায় নির্দিষ্ট ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে । এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য ।

আরও পড়ুন :ট্রাকের গোপন চেম্বারে পাচারের ছক ! পুলিশি অভিযানে উদ্ধার 2 কুইন্টাল গাঁজা, গ্রেফতার 2

Last Updated : May 30, 2023, 9:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details