শিলিগুড়ি, 17 জুলাই : এবার বেসরকারি কার্যালয়ে হানা পুলিশের । করোনার স্বাস্থ্যবিধি না মেনেই অফিস চালানোর অভিযোগ উঠেছিল ৷ সেই মতো অফিসে হানা দেয় পুলিশ । গ্রেফতার করা হয়েছে অফিসের 61 জন কর্মীকে ।
করোনা বিধির তোয়াক্কা না করেই অফিস, গ্রেফতার 61
স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে শিলিগুড়ির সেবক রোডের একটি সোনার ঋণদানকারী সংস্থার অফিস চলছিল । অফিসে 30 থেকে 32 জন কর্মী থাকার কথা থাকলেও উপস্থিত ছিল 60 জনেরও বেশি ।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী 50 শতাংশ কর্মী নিয়ে অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু সেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে শিলিগুড়ির সেবক রোডের একটি সোনার ঋণদানকারী সংস্থার অফিস চলছিল । অফিসে 30 থেকে 32 জন কর্মী থাকার কথা থাকলেও উপস্থিত ছিল 60 জনেরও বেশি । খবর পেয়ে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ ।
অভিযোগ, কোভিড বিধিকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে চলছিল ব্যবসা । শনিবার সংস্থার ম্যানেজার সহ 61 জনকে বিপর্যয় মোকাবিলা ধারা লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করা হয় ।