পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর ক'দিনে দার্জিলিঙে ঊর্ধ্বমুখী কোরোনা গ্রাফ

15 অক্টোবর থেকে 21 অক্টোবরের মধ্যে জেলায় আক্রান্তের সংখ্যা ছিল 722 জন ৷ সেই সময়ে শিলিগুড়িতে আক্রান্ত হন 393 জন ৷ পুজোর কয়েকদিনে আক্রান্ত হয়েছেন 593 জন ৷

Darjeeling
দার্জিলিং

By

Published : Oct 28, 2020, 7:58 AM IST

দার্জিলিং, 28 অক্টোবর : দার্জিলিঙে পুজোর ক'দিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 600 ছুঁইছুঁই ৷ যার মধ্যে শুধুমাত্র শিলিগুড়িতেই আক্রান্ত হয়েছেন 335 জন ৷

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, 15 অক্টোবর থেকে 21 অক্টোবরের মধ্যে জেলায় আক্রান্তের সংখ্যা ছিল 722 জন ৷ সেই সময় শিলিগুড়িতে আক্রান্ত হন 393 জন ৷ তবে, পুজোর কয়েকদিনে আক্রান্ত হয়েছেন 593 জন ৷ যার মধ্যে ষষ্ঠীতে আক্রান্ত হয়েছেন 134 জন ৷ সপ্তমীতে 145 জন, অষ্টমীতে 132 জন, নবমীতে 128 জন ও দশমীতে 54 জন আক্রান্তের হদিস মিলেছে ৷ স্বাস্থ্য বিভাগের একাংশের দাবি, পুজোর বাজার করতে বেলাগাম হয়ে মার্কেটে ঘোরাঘুরি করেছেন অনেকে ৷ তাঁদের মধ্যে অনেকেই কোরোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছে তারা ৷

এই পরিসংখ্যান দেখে স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা, পুজোর কয়েকদিন যেভাবে ভিড় লক্ষ্য করা গেছে, বিশেষ করে দশমীতে যেভাবে মানুষ ভিড় জমিয়েছেন তাতে আগামী দিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এবিষয়ে OSD সুশান্ত রায় বলেন, "প্রতিটি জেলাতেই আমরা খোঁজ নিচ্ছি ৷ আক্রান্তের সংখ্যা বাড়ছে কি না তার খোঁজ নেওয়া হচ্ছে ৷ জেলায় জেলায় পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত বৈঠকে বসব আমরা ৷ "

দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, "মাস্কের ব্যবহার ও ভিড় এড়িয়ে চললেই একমাত্র এই সংক্রমণ ঠেকানো যেতে পারে ৷ কিন্তু, মানুষ কিছুতেই মাস্ক ব্যবহার করছেন না ৷ উৎসবের মরশুমে তাঁরা ভিড়ে বের হচ্ছেন ৷ তবে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি ৷"

ABOUT THE AUTHOR

...view details