দার্জিলিং, 28 অক্টোবর : দার্জিলিঙে পুজোর ক'দিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 600 ছুঁইছুঁই ৷ যার মধ্যে শুধুমাত্র শিলিগুড়িতেই আক্রান্ত হয়েছেন 335 জন ৷
স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, 15 অক্টোবর থেকে 21 অক্টোবরের মধ্যে জেলায় আক্রান্তের সংখ্যা ছিল 722 জন ৷ সেই সময় শিলিগুড়িতে আক্রান্ত হন 393 জন ৷ তবে, পুজোর কয়েকদিনে আক্রান্ত হয়েছেন 593 জন ৷ যার মধ্যে ষষ্ঠীতে আক্রান্ত হয়েছেন 134 জন ৷ সপ্তমীতে 145 জন, অষ্টমীতে 132 জন, নবমীতে 128 জন ও দশমীতে 54 জন আক্রান্তের হদিস মিলেছে ৷ স্বাস্থ্য বিভাগের একাংশের দাবি, পুজোর বাজার করতে বেলাগাম হয়ে মার্কেটে ঘোরাঘুরি করেছেন অনেকে ৷ তাঁদের মধ্যে অনেকেই কোরোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছে তারা ৷