দার্জিলিঙ, 21 এপ্রিল : লকডাউন অমান্য করায় মঙ্গলবার দার্জিলিঙ শহরে একদিনে গ্রেপ্তার 50 জন। ধৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন । এদিন পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে । বেশ কয়েক জনের থার্মাল স্ক্রিনিং করা হয় । সোনাদায় পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে ঘরে থাকার বার্তা GTA চেয়ারম্যান অনিত থাপার। কালিম্পঙে কনটেইনমেন্ট এলাকায় কড়াকড়ি করা হয় ।
লকডাউন অমান্য করায় দার্জিলিঙে একদিনে ধৃত 50
মঙ্গলবার দার্জিলিঙ শহরে একদিনে গ্রেপ্তার 50 জন । ধৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন । এদিন পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে । বেশ কয়েক জনের থার্মাল স্ক্রিনিং করা হয় । সোনাদায় পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে ঘরে থাকার বার্তা GTA চেয়ারম্যান অনিত থাপার। কালিম্পঙে কনটেইনমেন্ট এলাকায় কড়াকড়ি করা হয় ।
মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের কালিম্পঙয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও এদিন শেষপর্যন্ত যায়নি ওই দল । তবে দুই জেলার GTA এলাকায় এদিন বাড়তি কড়াকড়ি নজরে পড়েছে । সাধারণ মানুষ যাতে লকডাউন মানেন সেজন্য পুলিশ-প্রশাসন থেকে শুরু করে স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি সোনাদায় GTA চেয়ারম্যান অনিত থাপাকে দেখা যায় লকডাউনের পক্ষে মানুষকে আবেদন করতে।
কোরোনা ভাইরাস মোকাবিলায় কালিম্পং শহরে চলছে মপিংয়ের কাজ । কনটেইনমেন্ট এবং বাফার জোন তৈরি করে চলছে লকডাউনের বজ্র আঁটুনি। যাতে ফাঁক গলে কোনওভাবেই সংক্রমিত ব্যক্তি না থাকতে পারে । এজন্য কনটেইনমেন্ট জোনে শুরু হয়েছে বাড়ি বাড়ি সমীক্ষা।